২২ হাজার টাকায় বিক্রি পদ্মার কাতল ও আইড়

রাজবাড়ী প্রতিনিধি: পদ্মা নদীতে ধরা পড়া ১১ কেজি ওজনের কাতল ও ৬ কেজি ওজনের আইড় মাছ বিক্রি হলো ২২ হাজার টাকায়। রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় এ মাছটি ধরা পড়ে। মাছ দুটি কিনেছেন রাজধানীর এক ব্যবসায়ী।
আজ বুধবার (২১ এপ্রিল) বেলা ১১টায় দিকে মাছ দুটি বিক্রি হয়।

জানা যায়, ভোরে দৌলতদিয়া ৬ নম্বর ফেরি ঘাটের অদূরে পদ্মায় কালাম হলদার জাল ফেললে একটি কাতল মাছ ধরা পড়ে। পরে ওজন করে দেখা যায় মাছটি ১১ কেজি। সকালে ওই জেলে দৌলতদিয়া ঘাটের রুসুর আড়তে মাছটি বিক্রি করতে আনলে ঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা ডাকের মাধ্যমে ১১৫০ টাকা কেজি দরে মোট ১২ হাজার ৬৫০ টাকায় কিনে ১২৫০ টাকা কেজি দরে ১৩৭৫০ টাকায় বিক্রি করেন।

অপরদিকে দেলোয়ার নামের এক জেলের জালে ধরা পড়া সাড়ে ৬ কেজি ওজনের আইড় মাছটি ডাকের মাধ্যমে ১২৮০ টাকা কেজি দরে ৮৩০০ টাকায় কিনে নেন মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা। পরে তিনি ১৩৫০ টাকা কেজি দরে আট হাজার ৭৭৫ টাকায় মাছটি বিক্রি করেন।

মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, একটু লাভের আশায় আড়ত থেকে ডাকের মাধ্যমে ১১ কেজি ওজনের একটি কাতল ও সাড়ে ৬ কেজি ওজনের একটি আইড় মাছ মোট ২০ হাজার ৯৫০ টাকায় কিনে ঢাকায় সাড়ে ২২ হাজার টাকায় বিক্রি করেছি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাজবাড়ী প্রতিনিধি মো. আব্দুল জলিল#

Comments are closed, but trackbacks and pingbacks are open.