২১ মার্চ বাগেরহাট-৪ আসনের উপ-নির্বাচন দলীয় মনোনয়ন পেতে ব্যাস্ত আ. লীগ নেতারা


বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলা আওয়ামী লীগ সভাপতি ও বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোব্দা ডা. মোজাম্মেল হোসেন এর মৃত্যুর পর কে হচ্ছেন বাগেরহাট-৪ আসনের পরবর্তি সংসদ সদস্য এ নিয়ে আঃলীগের দলীয় নেতাকর্মীদের মাঝে জল্পনা-কল্পনা চলছিলো কিছুটা গোপনে। তবে আগামী ২১ মার্চ বাগেরহাট-৪ আসনের উপ-নির্বাচনের তারিখ ঘোষনার পর দলীয় মনোনিত প্রার্থী নিয়ে নেতাকর্মীদের মাঝে আলোচনা-সমলোচনা এখন তুঙ্গে। কে হচ্ছেন পরবর্তি বাগেরহাটের ৪ আসনের এমপি তা নিয়ে শুধু বাগেরহাট-মোরেলগঞ্জ উপজেলার ও শরণখোলা উপজেলা।

বিষয়টি সিমাবদ্ধ নয়, বিষয়টি নিয়ে বাগেরহাট জেলার সাধারন মানুষের মাঝেও কৌতহল দেখা যাচ্ছে। তবে নির্বাচনের তারিখ ঘোষনার পর দলীয় মনোনয়ন পেতে এরই মধ্যে দলীয় মনোনয়ন প্রত্যাশি নেতারা দলীয় হাই কমান্ডের সাথে জোর লবিং শুরু করেছেন। কেউ কেউ অবস্থান করছেন ঢাকাতে।

এরই মধ্যে গত সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশি (বঞ্চিতদের) নাম শোনা যাচ্ছে জোরে শোরে। এদের মধ্যে অনেকের নিজ পক্ষের নেতা-কর্মীরা তাদের নেতার নামে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) দোয়া চেয়ে প্রচারনা চালাচ্ছেন। সব মিলিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও চায়ের দোকানে আওয়ামী লীগের নেতা-কর্মীদের আড্ডায় বাগেরহাট-৪ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশি নেতাদের নাম সবার মুখে মুখে।

বাগেরহাট-৪ আসনের উপ-নির্বাচনে আঃলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশি যে সব নেতাদের নাম নেতাকর্মী মাঝে শোনা যাচ্ছে তাদের মধ্যে রয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্বা এ্যাড আমিরুল আলম মিলন, প্রায়াত ডা. মোজাম্মেল হোসেনের ছেলে ডা.মাহমুদ হোসেন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শেখ আবু নাসেরের ছোট ছেলে শেখ বেলাল উদ্দিন বাবু .কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ,এম বদিউজ্জামান সোহাগ।

তবে মনোনয়ন প্রাত্যাশি এসব নেতাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আছেন, বীর মুক্তিযোদ্বা এ্যাড আমিরুল আলম মিলন তিনি বাগেরহাট-৪ আসনের উপ-নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে এগিয়ে আছেন বলে এ আসনের তরুন-যুবকদের ও সাধারন মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় তিনি। এলাকার আঃলীগের তৃনমূল পর্যায়ের কর্মীদের সুখে-দুখে সব সময় পাশে থাকতে দেখা গেছে তাকে দলীয় নেতাদের কাছে তিনি এ্যাড আমিরুল আলম মিলন দলের জন্য ত্যাগি নেতা হিসাবেও পরিচিত।

এদিকে, জনপ্রিয়তায় পিছিয়ে নেই শেখ বেলাল উদ্দিন বাবু জেলার আঃলীগের তৃনমূল পর্যায়ের কর্মীদের কাছে শোনা যাচ্ছে ।
খোঁজ নিয়ে জানাগেছে,বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১৬টি এবং শরণখোলা উপজেলার ৪টি মিলিয়ে ২০টি ইউনিয়ন এবং মোরেলগঞ্জ পৌরসভা রয়েছে এ আসনে। এলাকায় ভোটার সংখ্যা রয়েছে প্রায় ৩ লাখের মত।

এ আসনের উপ-নির্বাচনে আগামী ১৯ ফেব্রুয়ারী মনোনয়নপত্র দাখিলের শেষ সময়, ২৩ ফেব্রুয়ারী মনোনয়নপত্র যাচাই-বাছাই, ২৪ থেকে ২৬ ফেব্রুয়ারী বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল, আপিল নিষ্পত্তি ২৮ ফেব্রুয়ারী। ২৯ ফেব্রুয়ারী প্রার্থিতা প্রত্যাহার। ১ মার্চ প্রতীক বরাদ্দ ও ২১ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.