অনূর্ধ -১৯ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ফাইনালে টাইগাররা

বিটিসি স্পোর্টস ডেস্ক: সাউথ আফ্রিকায় অনূর্ধ -১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক আকবর আলী। সেমিফাইনালের দলে একটি পরিবর্তন নিয়ে নেমেছে টাইগাররা।

পচেফস্ট্রুমে শিরোপার মঞ্চে গত ম্যাচের জয়ী একাদশ থেকে বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার হাসান মুরাদ, একাদশে ঢুকেছেন ডানহাতি পেস-অলরাউন্ডার অভিষেক দাস।

জিম্বাবুয়ে ও স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপপর্বে শুরু করা বাংলাদেশ শেষ গ্রুপ ম্যাচে পাকিস্তানের সঙ্গে বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে। তবে শ্রেয়তর রানরেটে এগিয়ে হয় গ্রুপ চ্যাম্পিয়ন।

কোয়ার্টারে স্বাগতিক সাউথ আফ্রিকাকে হারিয়ে আসে সেরা চারে। সেমিফাইনালে নিউজিল্যান্ডকে উড়িয়ে দেশের প্রথম কোনো দল হিসেবে টিকেট কাটে বিশ্বকাপ ফাইনালের। আজ রবিবার (৯ ফেব্রুয়ারী) জিতলেই টাইগার ক্রিকেটের ইতিহাসে নতুন অধ্যায় লিখবে আকবরের দল।

বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, শাহাদাত হোসেন, শামীম হোসেন, অভিষেক দাস, আকবর আলী (অধিনায়ক), রাকিবুল হাসান, শরিফুল ইসলাম, তানজিদ হাসান সাকিব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.