২০৩০ সালের মধ্যে গ্রিনহাউস নিঃসরণ ৫০ শতাংশ কমানোর ঘোষণা বাইডেনের

(২০৩০ সালের মধ্যে গ্রিনহাউস নিঃসরণ ৫০ শতাংশ কমানোর ঘোষণা বাইডেনের–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আগামী ২০৩০ সালের মধ্যে গ্রিনহাউজ গ্যাসের নিঃসরণ ৫০ শতাংশ কমাতে উচ্চভিলাসী লক্ষ্যের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল বৃহস্পতিবার (২২ এপ্রিল) ভার্চুয়ালি আয়েজিত বৈশ্বিক জলবায়ু সামিট-২০২১ তে যুক্ত হয়ে তিনি এ ঘোষণা দেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘বিনিয়োগ বজায় রেখে এবং লোকদের দ্বারা কাজের মাধ্যমে চলতি দশকের শেষের আগে গ্রিনহাউজ গ্যাসের নিঃসরণ কমিয়ে অর্ধেকে নিয়ে আসার পথে রয়েছে যুক্তরাষ্ট্র। যেখানে জাতি হিসেবে আমরা নেতৃত্ব দিচ্ছি।’
তার সঙ্গে যুক্ত হতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কোনো জাতি এই সংকটের একা সমাধান করতে পারবে না এবং এটা আপনারা বুঝেন। আমাদের সবাইকে বিশেষ করে যারা বিশ্বের বৃহত্তর অর্থনীতির প্রতিনিধিত্ব করে তাদের পদক্ষেপ নিতে হবে।’
তিনি বলেন, ‘আপনারা জানেন যারা কার্যকর পদক্ষেপ নেয় এবং পরিষ্কার ভবিষ্যতে তাদের লোকদের সাহসী বিনিয়োগ করে, তারাই আগামীকাল ভালো কিছু জয় করে। পাশাপাশি তাদের অর্থনীতিকে আরও শক্তিশালী করে গড়ে তোলে।’
এ সময় জলবায়ু মোকাবিলায় যুক্তরাষ্ট্রের পদক্ষেপের কথা তুলে ধরে জো বাইডেন বলেন, ‘যুক্তরাষ্ট্র আর অপেক্ষা করবে না। সমাধানের জন্য আমরা পদক্ষেপ নেবে। কেবল সরকার নয়, বরং আমাদের শহর এবং রাজ্যসহ পুরো দেশ, ছোট ব্যবসা, বৃহত্তর কর্পোরেশন এবং প্রত্যেকটি ক্ষেত্রে কাজ করা আমেরিকান শ্রমিকরা পদক্ষেপ নেবে।’
মধ্যবিত্তদের চাকরির সুযোগ সৃষ্টির সম্ভাবনাও দেখছেন তিনি। বলেন, ‘যখন জলবায়ুর সম্পর্কে কথা বলি তখন চাকরির সুযোগের ব্যাপারেও আমি চিন্তা করি।’ #

Comments are closed, but trackbacks and pingbacks are open.