২০১৯-২০ অর্থবছরের নতুন মুদ্রানীতি ঘোষণা

ঢাকা প্রতিনিধি:  ২০১৯-২০ অর্থবছরের মুদ্রানীতি ঘোষণা করেছেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ফজলে কবির। আজ বুধবার (৩১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম সম্মেলন কক্ষে নতুন এ মুদ্রানীতি ঘোষণা করেন তিনি।

বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ফজলে কবির বলেন, ২০১৯-২০ অর্থবছরের মুদ্রানীতিতে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত বেসরকারী খাতে ঋণ প্রবৃদ্ধি ধরা হয়েছে ১৩ দশমিক ২০ শতাংশ। ২০২০ সালের জুন পর্যন্ত ১৪ দশমিক ৮০শতাংশ ধরা হয়েছে।

তিনি বলেন, ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত পাবলিক সেক্টরে ঋণ প্রবৃদ্ধি ধরা হয়েছে ২৫ দশমিক ২০ শতাংশ এবং ২০২০ সালের জুন পর্যন্ত ধরা হয়েছে ২৪ দশমিক ৩০ শতাংশ।

‘একই সময়ে মূল্যস্ফীতি ধরা হয়েছে ৫ দশমিক ৫০ শতাংশ। জিডিপির প্রবৃদ্ধি ধরা হয়েছে ৮ দশমিক ২০ শতাংশ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.