২০১৬-২০১৭ অর্থ বছর হতে পঞ্চবার্ষিকী হোল্ডিং কর আরোপ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন

 

রাসিক প্রতিবেদকরাজশাহী সিটি কর্পোরেশনের হোল্ডিং মালিকগনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সিটি কর্পোরেশন ২০১৬-২০১৭ অর্থ বছর হতে পঞ্চবার্ষিকী হোল্ডিং কর আরোপ করেছে। ইতোমধ্যে যে সমস্ত হোল্ডিং মালিকগন উক্ত হোল্ডিং করের বিরুদ্ধে রিভিউ আবেদন করেছিলেন এবং উহা রিভিউ বোর্ডের মাধ্যমে নিস্পত্তি হয়েছে, সে সমস্ত হোল্ডিং মালিকগনের সিটি কর্পোরেশনের করবিধি মতে পুনরায় রিভিউ করার কোন সুযোগ নাই।

রিভিউ পরবর্তী সংক্ষুদ্ধ হোল্ডিং মালিকগন সিটি কর্পোরেশন করবিধির ৭ এর (১৩) বিধি মতে বিভাগীয় কমিশনার মহোদয়ের নিকট আপিল করতে পারবেন (শর্ত মোতাবেক)। এখন পর্যন্ত যে সমস্ত হোল্ডিং মালিকগন রিভিউ এর আবেদন করেন নাই, তারা সিটি কর্পোরেশন থেকে নির্ধারিত ‘পি-ফরম’ সংগ্রহ করে রিভিউ আবেদন করতে পারবেন। এছাড়াও রাজশাহী সিটি কর্পোরেশনের যে সমস্ত হোল্ডিং মালিকগন ২০১৮-২০১৯ অর্থ বছরের পৌরকর পরিশোধ করেন নাই, তারা সর্বোচ্চ ৭.৫% রিবেট/রেয়াত/ছাড়ে হোল্ডিং কর পরিশোধ করতে পারবেন।প্রেস বিজ্ঞপ্তি )#

Comments are closed, but trackbacks and pingbacks are open.