২০দলের নেতা-কর্মীদের আন্দোলনের এ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে সামিল হতে হবে:মঞ্জু

খুলনা ব্যুরো :  খুলনা-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে। সবাইকে সমান সুযোগ প্রদান করতে হবে। নির্বাচনী আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

গতকাল শনিবার সন্ধ্যা ৬টায় নগরীর কেডি ঘোষ রোডস্থ বিএনপি দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ২০দলীয় জোটের মহানগর শাখার মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, আটক নেতা-কর্মিদের মুক্তি দিতে হবে। জেল-হাজতে আটক নেতা-কর্মিদের শ্যোন এরেস্ট দেখানো বন্ধ করতে হবে। তিনি ২০দলের নেতা-কর্মিদের আন্দোলনের এই নির্বাচনে ঐক্যবদ্ধভাবে সামিল হওয়া এবং জনগণকে ভোট কেন্দ্রে আসার আহবান জানান।

খুলনা মহানগর বিএনপি সভাপতি ও খুলনা-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু’র সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি সাধারণ সম্পাদক সাবেক মেয়র মো. মনিরুজ্জামান মনি, শেখ মোশারফ হোসেন, আব্দুল জলিল খান কালাম, মো. সিরাজুল ইসলাম, এ্যাড. বজলুর রহমান, এ্যাড. এসআর ফারুক, কাজী মো. রাশেদ, শাহ জালাল বাবলু, আরিফুজ্জামান অপু, সিরাজুল হক ন্নানু, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ আহসান পরাগ প্রমুখ। এছাড়াও ২০দলীয় জোটের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা নাসির উদ্দিন, সালাউদ্দিন মিঠু, মোস্তফা কামাল, এ্যাড. আকতার জাহান রুকু, সিরাজ উদ্দিন সেন্টু, এ্যাড. জাহাঙ্গীর হুসাইন হেলাল, এ্যাড. মনিরুল ইসলাম পান্না, হাফেজ শরিফল ইসলাম, মোস্তাফিজুর রহমান টিংকু, হাফেজ ওহেদুজ্জামান প্রমুখ।

সভায় আগামী ৩০ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচনে ২০দলীয় জোটের কর্মপন্থা সম্পর্কে ব্যাপক আলোচনা হয়। আলোচনায় জেটের সকলেই তাদের বিভিন্ন মতামত ব্যক্ত করেন। তারা খুলনা-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।#

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.