২য় জাহানারা জামান স্মৃতি ৩য় বিভাগ ফুটবল লীগের যাত্রা শুরু, উদ্বোধনী দিনে পুঠিয়া ফুটবল একাডেমীর জয়

নিজস্ব প্রতিবেদক: বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২য় জাহানারা জামান ৩য় বিভাগ ফুটবল লীগের যাত্রা শুরু হয়েছে। শনিবার (২৯ জুলাই) বিকেল ৪ টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে যাত্রার উদ্বোধনী দিনে পুঠিয়া ফুটবল একাডেমী ২-১ গোলে হরিয়ান ফুটবল একাডেমীকে হারায়।
বিজয়ী দলের পক্ষে আবুল আল গালিব ১০ মিনিটে গোল করেন। বিজিত দলের পক্ষে সুমন ২৩ মিনিটে গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনে। পরবর্তীতে একুই দলের শাকিল ৩৬ মিনিটের মাথায় গোল করে জয় নিশ্চিত করে ফলে তারা ২-১ গোলে জয়লাভ করে।
আজকের খেলায় মরহুম হাসান সিদ্দিকী স্মৃতি সংঘ.শহীদ এএইচএম কামারুজ্জহামান ফুটবল একাডেমী, মহান মুক্তিযুদ্ধের চেতনায় তরুণ সংঘ ফুটবল একাডেমী ও কিশোর ফুটবল একাডেমী (সাদা)।
শনিবার (২৯ জুলাই) জেলা প্রশাসক ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এবং জেলা ফুটবল এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা শামীম আহমেদ এর সভাপতিত্বে এই লীগের উদ্বোধন করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল।
এর আগে তিনি বলেন আমরা মাঠে ময়দানে হাট বাজারে ধানের খেতে জনপ্রিয় এই ফুটবল খেলেটি খেলতাম। সব খেলাই জনপ্রিয় তবে ফুটবলের একটু বেশী সুবিধা মাত্র ৯০ মিনিটের খেলা। এর মধ্যেই হার-জিত। কম সময়ে প্রবল উত্তেজনা সবাইকে আবিষ্ট করে রাখে। ফুটলের আছে নানা বৈচিত্র। আপনি হেড করে, পায়ের সামনে-পেছনে, ডানে-বামে, পিঠে, হাঠুতে হঠাৎ সুয়ে পড়ে ব্যাকশট, কত ভাবেই না খেলা যায় আর মাঠ লাগে বড় আকারের।
এছাড়াও তিনি বলেন খেলাধুলায় আমাদের ছেলে মেয়েদেরকে মাঠমুখি করে তুলতে হবে। এর জন্য সকল পিতা মাতাকে তাদের ছেলে মেয়েদের খেলাধুলার প্রতি মনোযোগী হতে হবে। আমাদের ছেলেমেয়েরা জত বেশী মাঠে থাকবে তত বেশী মাদক থেকে দুরে থাকবে আর তারাই একদিন মাদকমুক্ত দেশ ও সমাজ গড়ে তুলতে পারবে।
উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ মোস্তাক হোসেন, বিভাগীয় ক্রীড়া সংস্থা ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মোঃ আহসানুল হক পিন্টু, চেম্বার অব কর্মাস এনড ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি মোঃ মাসুদুর রহমান রিংকু, রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশনে সভাপতি মো, ওয়াহেদুন নবী ও অতিরিক্ত সাধারন সম্পাদক মোঃ শামসুজ্জামান রতন বিশেষ অতিথির বক্তব্য দেন।
এ সময় রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক(ক্রীড়া) রাসেল জামান, নির্বাহী সদস্য মোঃ রোকনুজ্জামান, জেলা ফুটবল রেফারী এসাসিয়েশনের সভাপতি কেএ মোসাদ্দেকুল কুদ্দুস সিদ্দিকী সেলিম, জেলা ফুটবল এসোেিসয়শনের যুগ্-সম্পাদক মোঃ মাহমুদ আলম বাবুসহ অন্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম সরকার।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসানই-সালাম (বাবুল) রাজশাহী। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.