১৭০ বছরের ইতিহাস ভাঙলেন এই নারী

(১৭০ বছরের ইতিহাস ভাঙলেন এই নারী–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ১৭০ বছরের ইতিহাসে প্রথম নারী প্রধান সম্পাদক পেল আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) এক প্রতিবেদনে এই আন্তর্জাতিক বার্তা সংস্থা জানায়, আগামী সোমবার (১৯ এপ্রিল) থেকে ইতালিয়ান বংশোদ্ভূত আলেসান্দ্রা গ্যালোনিকে এ পদে দেখা যাবে। এক দশক ধরে রয়টার্সের বার্তাকক্ষকে নেতৃত্ব দেওয়া স্টিফেন জে. অ্যাডলারের স্থলাভিষিক্ত হবেন ৪৭ বছর বয়সী গ্যালোনি ।
ইতালির রাজধানী রোমে বেড়ে ওঠা গ্যালোনি চারটি ভাষায় পারদর্শী এবং রয়টার্স ছাড়াও তিনি দীর্ঘদিন স্বনামধন্য গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে কাজ করেছেন। ব্যবসা ও রাজনীতি সংক্রান্ত প্রতিবেদন ও সংবাদ সম্পাদনায় তার অভিজ্ঞতা রয়েছে।

হার্ভার্ড ও লন্ডন স্কুল অব ইকোনমিকস থেকে ডিগ্রি নেওয়া গ্যালোনি অবশ্য তার ক্যারিয়ার শুরু করেছিলেন রয়টার্সের ইতালিয়ান ভাষার নিউজ সার্ভিসে। পরে ওয়াল স্ট্রিট জার্নালেও প্রায় ১৩ বছর কাজ করেছেন। ২০১৩ সালে তিনি আবার রয়টার্সে যোগদেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.