চাঁদ দেখা গেছে, কাল রোজা

বিটিসি নিউজ ডেস্ক: বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল বুধবার (১৪ এপ্রিল) থেকে রোজা শুরু হচ্ছে।
আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বিষয়টি নিশ্চিত করেন।

রমজানের চাঁদ দেখা যাওয়ায় আজ মঙ্গলবার রাতে সেহরি খেয়ে আগামীকাল বুধবার (১৪ এপ্রিল) রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আগামীকাল বুধবার হবে প্রথম রোজা।

এদিকে আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) রাতের এশার নামাজের পর তারাবির নামাজ শুরু হবে। এ উপলক্ষে মসজিদে মসজিদে তারাবি নামাজ আদায়ে বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে।

করোনা পরিস্থিতি মোকাবিলায় পবিত্র রমজানে তারাবির নামাজে ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ ২০ জন মুসল্লি অংশ নিতে পারবেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.