১৬ই ফেব্রুয়ারী শপথ নেবেন আপ নেতা শ্রী অরবিন্দ কেজরীবাল 

কলকাতা প্রতিনিধি:  গতকাল মঙ্গলবার (১১ই ফেব্রুয়ারী) কার্যত ঝারু ঝড়ে উড়ে গেল বিরোধী শিবির ৷ আজ বুধবার (১২ই ফেব্রুয়ারী) সকালেই দিল্লির উপরাজ্যপাল অনিল বৈজালের সঙ্গে দেখা করেন আপ মুখপাত্র তৃতীয়বারের নির্বাচিত মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শপথগ্রহণ নিয়ে দুজনের মধ্যে প্রায় ১৫ মিনিট কথাবার্তা হয় ৷
এরপর সদ্য নির্বাচিত বিধায়কদের নিয়ে আজ বুধবার নিজের বাড়িতে বৈঠক ডেকেছিলেন নব-নির্বাচিত মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে কেজরিওয়ালকে বিধানসভার দলীয় নেতা হিসেবে নির্বাচন করেন বিধায়করা। সেই বৈঠক শেষেই শপথ গ্রহণের দিন চূড়ান্ত করা হয়েছে আগামী (১৬ই ফেব্রুয়ারী) বলে জানান দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়া ৷ সেদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে গোটা ক্যাবিনেট শপথ নেবেন বলেও জানান তিনি।
 
গতকাল মঙ্গলবার জয় সুনিশ্চত হওয়ার পর আপের কর্মী ও সমর্থকদের ভিড়ে জনসমুদ্র তৈরি হয় সেখানে। দলের ও কেজরিওয়ালের নামে স্লোগান দেওয়ার পাশাপাশি নিজেদের মধ্যে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় তাঁদের। এরপরই সদর দপ্তরে বাইরে তৈরী করা মঞ্চে উঠে দিল্লিতে ফের জয়ী করার জন্য সাধারণ ভোটারদের ধন্যবাদ জানান কেজরিওয়াল। পবনপুত্র হনুমান দিল্লির জনগণকে আর্শীবাদ করেছেন বলেও উল্লেখ করেন। তিনি বলেন দিল্লীর মানুষ উন্নয়নের পক্ষে ভোট দিয়েছেন ৷ তাঁদের এই ভালবাসার মর্যাদা রাখার জন্য সবসময় সচেষ্ট থাকব।’
তৃতীয়বারের নব-নির্বাচিত দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল  শপথ গ্রহণের অনুষ্ঠানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিভিন্ন রাজ্যের বিজেপি বিরোধী মুখ্যমন্ত্রীরা হাজির থাকবেন বলে জানা গিয়েছে ৷
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.