BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

১০ মাসে ৩৪ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল কুয়েত

১০ মাসে ৩৪ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল কুয়েত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছর রেকর্ডসংখ্যক প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েঝে কুয়েত। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ১০ নভেম্বর পর্যন্ত সময়ে মোট ৩৪ হাজার ১৪৩ জন প্রবাসীকে নির্বাসিত করা হয়েছে।

নির্বাসিতদের মধ্যে বিভিন্ন দেশের নারী–পুরুষ উভয়ই রয়েছেন।

সূত্র জানায়, নির্বাসনের আওতায় শুধু বসবাসের আইনি শর্ত লঙ্ঘনকারীরাই নন, বরং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত, আইনশৃঙ্খলা বিঘ্নকারী আচরণ, নৈতিক অপরাধ এবং প্রশাসনিক বিধিবহির্ভূত কাজে জড়িত ব্যক্তিরাও ছিলেন।

কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে, রাষ্ট্রের আইন অমান্য করা কিংবা দেশের স্থিতিশীলতা, নিরাপত্তা ও জনস্বার্থকে ঝুঁকিতে ফেলা কোনো আচরণ সহ্য করা হবে না।

নিরাপত্তা সূত্রের বক্তব্য অনুযায়ী, নির্বাসনের এই পদক্ষেপ কেবল শাস্তিমূলক ব্যবস্থা নয়; বরং দেশের সামগ্রিক নিরাপত্তা, স্থিতিশীলতা ও শৃঙ্খলা বজায় রাখতে সরকারের ধারাবাহিক প্রচেষ্টার অংশ।

প্রবাসীদের বসবাস ও শ্রম আইনের প্রতি আনুগত্য নিশ্চিত করতে কুয়েত সরকার আরও কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালনা করছে। কর্মস্থল, বাসা–বাড়ি ও বাণিজ্যিক এলাকায় অভিযানের সময় কোনো ছাড় দেয়া হচ্ছে না। আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।

কুয়েতের প্রশাসন জোর দিয়ে বলছে, কুয়েত একটি শান্তিপ্রিয় ও স্থিতিশীল দেশ এবং এই স্থিতিশীলতা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এটি সরকারের দীর্ঘদিনের কঠোর আইন বাস্তবায়ন নীতিরই ধারাবাহিকতা।

দেশটিতে বসবাসরত সব প্রবাসীকে আইন মেনে চলা, ভিসার শর্ত পূরণ, এবং সমাজ ও রাষ্ট্রের নিরাপত্তাব্যবস্থার প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছে কুয়েত প্রশাসন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
লাওসের জ্বালানি রুট বন্ধ করে দিলো থাইল্যান্ড বাবাকে হয়তো আর কখনো দেখতে পাবো না : ইমরান খানের দুই ছেলে জ্ঞানের শক্তিকে সততার সাথে ব্যবহার করতে হবে – শিক্ষা উপদেষ্টা বিএনপি ক্ষমতায় গেলে অস্বচ্ছল পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : মিল্লাত জীবনের ভালো মন্দ নিয়ে খোলামেলা জেনিফার যে দেশে লোক পাঠাতে যাই, প্রথম কথা তোমাদের কাগজপত্র সব জাল : প্রধান উপদেষ্টা ইতালিতে গেলে গর্বে বুকটা ফুলে ওঠে, কিচেন স্টাফরা সবাই বাংলাদেশি : প্রধান উপদেষ্টা মিয়ানমারে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২৩ চোরাকারবারি আটক সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ আটক-১৬ জেলে শীর্ষ ধনী পরিবারের বউ হয়েও সাধারণ কেন ঈশিতা?