হ্যান্ডবলে দুই বিভাগের ফাইনালে বাংলাদেশ-ভারত

বিটিসি স্পোর্টস ডেস্ক: বঙ্গবন্ধু আইএইচএফ চ্যালেঞ্জ উইমেন্স (ইয়ুথ ও জুনিয়র) টুর্নামেন্টের দুই বিভাগেরই ফাইনালে উঠেছে বাংলাদেশ। ফাইনালে প্রতিপক্ষ ভারত। চার জাতির এই টুর্নামেন্টে দুই বিভাগেই টানা দুই হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে মালদ্বীপ এবং নেপালের উইমেন্স হ্যান্ডবল দল।
দুই দলের ফাইনাল নিশ্চিত হলেও গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণ হবে আজ। আজ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ও ভারতের মেয়েরা। বঙ্গবন্ধু স্টেডিয়াম সংলগ্ন হ্যান্ডবল মাঠে বেলা ৩টায় বাংলাদেশ ইয়ুথ উইমেন্স দলের প্রতিপক্ষ ভারত ইয়ুথ উইমেন্স আর সাড়ে ৪টায় বাংলাদেশ জুনিয়র দল খেলবে ভারত জুনিয়র দলের বিপক্ষে।
গতকাল রোববার (১৪ মে) টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বাংলাদেশ ইয়ুথ দল ৫-৪ গোলে নেপালকে হারিয়েছে। বাংলাদেশ জুনিয়র দল ২৩-৯ গোলে হারিয়েছে নেপাল জুনিয়র দলকে। একই মাঠে ভারত ইয়ুথ দল ৪২-১৪ গোলে মালদ্বীপকে এবং ভারতের জুনিয়র দল ৫৫-৯ গোলে হারিয়েছে মালদ্বীপকে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.