হেলিকপ্টার দুর্ঘটনায় মালিতে ১৩ ফরাসী সেনা নিহত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার দেশ মালিতে অভিযান চলাকালে দুটি ফরাসি হেলিকপ্টারের সংঘর্ষে  ১৩ সেনার প্রাণহানি ঘটে। ফ্রান্সের প্রেসিডেন্ট অফিস এ তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসি।

গতকাল সোমবার (২৫ নভেম্বর) এই দুর্ঘটনা ঘটে। গত কয়েক দশকের মধ্যে ফরাসি সেনাবাহিনীর জন্য সবচেয়ে বেশি মর্মান্তিক। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁখো হেলিকপ্টার দুর্ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করেছেন। কি কারণে এমনটি ঘটল, তা জানতে তদন্ত শুরু হয়েছে।

বর্তমানে পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চলে ইসলামপন্থী বিদ্রোহ মোকাবেলায় সাড়ে ৪ হাজারেরও বেশি ফরাসি সেনা মোতায়েন রয়েছে। তারপরও সাম্প্রতিক বছরগুলোতে সহিংসতা বেড়ে চলেছে । #

Comments are closed, but trackbacks and pingbacks are open.