হেরোইন ব্যাবসায়ীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে নিজ হেফাজতে হেরোইন রাখার দায়ে এক মাদক ব্যাবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল। আজ বৃহস্পতিবার দুপুরে ট্রাইব্যুনালের জনাকীর্ণ এজলাসে বিচারক অনুপ কুমার এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত শরিফুল ইসলাম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর বয়ারমারী গ্রামের নিয়াজ উদ্দিনের ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ, ২০১৭ সালের ১৬ মে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) গোদাগাড়ীর সিএন্ডবি মোড়ে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যাবসায়ী শরিফুল ইসলামকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আজ বৃহস্পতিবার এ মামলার রায় ঘোষণা করেন আদালত।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

রায় ঘোষণার পর তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মোঃ রাকিবুল হাসান শুভ। 

Comments are closed, but trackbacks and pingbacks are open.