হেতেমখাঁ মডেল মসজিদ নির্মাণ অগ্রগতি নিয়ে প্রকল্প পরিচালকের সাথে রাসিক মেয়র লিটনের আলোচনা

রাসিক প্রতিবেদক: রাজশাহী মহানগরীর হেতেমখাঁয় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন কাজের অগ্রগতি বিষয়ে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্প পরিচালক মোঃ শফিকুল ইসলামের সাথে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকালে প্রকল্প পরিচালকের কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় হেতেমখাঁ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজ আরম্ভ এবং উক্ত প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রতিষ্ঠিত ৫৬০টি মডেল ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের আওতায় রাজশাহীতে দুইটি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ হবে।

এরমধ্যে গত ৩১ অক্টোবর নগরীর উপশহর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। অন্যদিকে শিগগিরই হেতেমখাঁ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে। # (প্রেস বিজ্ঞপ্তি ) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.