হেডের দুর্দান্ত সেঞ্চুরি, জয় দেখছে অস্ট্রেলিয়া

বিটিসি স্পোর্টস ডেস্ক: ফাইনালের মহারণে ভারতের দেওয়া ২৪১ রানের লক্ষ্যে খেলতে নেমে অস্ট্রেলিয়া দলীয় পঞ্চাশ রানের আগে ৩ উইকেট হারালেও ট্রাভিস হেড ও মার্নাস লাবুশানের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে। চাপের মধ্যে থেকে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়েছেন হেড। ৯৫ বলে ১৪টি চার ও একটি ছক্কায় শতকের দেখা পান এই বাঁহাতি। চতুর্থ উইকেট জুটিতে তারা প্রায় দেড়শ রানের পার্টনারশিপ গড়েছেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৮৫ রান করেছে অস্ট্রেলিয়া।
২৪১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জসপ্রিত বুমরাহকে প্রথম ওভারে তুলোধুনো করেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড। তিন বাউন্ডারিতে তুলে নেন ১৫ রান। তবে দলীয় দ্বিতীয় ওভারেই ভারতকে উইকেট এনে দেন মোহাম্মদ শামি। ইনিংসে নিজের করা প্রথম বলে ওয়াইড দেন তিনি। তবে বৈধ প্রথম বলেই ডেভিড ওয়ার্নারকে স্লিপে ক্যাচ দিতে বাধ্য করেন আসরজুড়ে দুর্দান্ত ফর্মে থাকা শামি।
এরপর নিজের পর পর দুই ওভারে দুটি উইকেট তুলে ভারতকে লড়াইয়ে রাখেন জসপ্রিত বুমরাহ। দলীয় পঞ্চম ওভারে ১৫ বলে ১৫ রান করা মিচেল মার্শকে উইকেটরক্ষক লোকেশ রাহুলের ক্যাচে ফেরান এই ডানহাতি। আর সপ্তম ওভারের শেষ বলে ৪ রানে থাকা স্টিভেন স্মিথকে এলবির ফাঁদে ফেলেন তিনি।
আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলতে নামে দুদল। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হয়। যেখানে টস হেরে প্রথমে ব্যাট করা রোহিতবাহিনী নির্ধারিত ৫০ ওভার শেষে সবকটি উইকেট হারিয়ে ২৪০ করে।
প্রথমে ব্যাটিংয়ে নেমে ওপেনার শুভমান গিলকে ইনিংসের শুরুতে হারায় ভারত। তাকে ফেরান মিচেল স্টার্ক। দলীয় পঞ্চম ওভারে তুলে মারতে গিয়ে শটে থাকা অ্যাডাম জাম্পার কাছে ক্যাচ দেন ব্যক্তিগত ৪ রানে থাকা এই ব্যাটার। এরপর ভয়ংকর রোহিত শর্মাকে ফেরান গ্লেন ম্যাক্সওয়েল। দশম ওভারে ভারতীয় অধিনায়ক তুলে মারলে পয়েন্টে থাকা ট্রাভিস হেড দারুণ এক ক্যাচ নেন। রোহিত ৩১ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৪৭ করেন। পরের ওভারেই নতুন ব্যাটার শ্রেয়াস আইয়ারকে (৪) উইকেটরক্ষক জশ ইংলিসের ক্যাচে ফেরান প্যাট কামিন্স।
ভারত ৮১ রানের মধ্যে ৩ উইকেট হারালেও বিরাট কোহলি ও লোকেশ রাহুলের ব্যাটে ঘুরে দাঁড়ায়। চতুর্থ উইকেটে তারা ১০৯ বলে ৬৭ রান তোলেন। ওয়ানডে ক্যারিয়ারের ৭২তম ফিফটির দেখা পান কোহলি। এছাড়া চলতি বিশ্বকাপে নবম হাফসেঞ্চুরির দেখা পান। আসরে দুর্দান্ত ফর্মে থাকা বিরাট কোহলিকে অবশেষে ফেরান প্যাট কামিন্স। ২৯তম ওভারে ডানহাতি তারকাকে বোল্ড করেন অজি অধিনায়ক। কোহলি ৬৩ বলে ৪টি চারে ৫৪ করেন।
উইকেটে থিতু হওয়ার চেষ্টায় থাকা রবীন্দ্র জাদেজাকে আউট করেন জশ হ্যাজেলউড। দলীয় ৩৬তম ওভারে ব্যক্তিগত ৯ রানে উইকেটরক্ষক জশ ইংলিসকে ক্যাচ দেন এই বাঁহাতি। ভারত দলীয় দুইশ রানের পর দ্রুত ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে। স্বাগতিকদের ভরসা যোগানো লোকেশ রাহুলকে মাঠ ছাড়া করান মিচেল স্টার্ক।
রাহুল উইকেটরক্ষক জস ইংলিসের ক্যাচে পরিণত হন। তিনি ১০৭ বলে মাত্র চারে ৬৬ রান করেন। এই বাঁহাতি পেসারের তৃতীয় শিকার হয়ে মাঠ ছাড়েন মোহাম্মদ শামি। জসপ্রিত বুমরাহকে এলবির ফাঁদে ফেলে আউট করেন অ্যাডাম জাম্পা। আর ১৮ রান করে জস হ্যাজেলউডের বলে আউট হন সূর্যকুমার যাদব। ইনিংসের শেষ ১০ রানে থাকা কুলদীপ যাদব রান আউট হন।
অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি উইকেট পান মিচেল স্টার্ক। এছাড়া হ্যাজেলউড ও কামিন্স ২টি করে উইকেট দখল করেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.