হালিশহরে ক্যাসিনোর আসরে র‌্যাবের হানা, আটক-৫৩ জুয়াড়ি

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরে রিক্রিয়েশন সেন্টার অ্যান্ড কো-অপারেটিভ সোসাইটির আড়ালে ক্যাসিনো পরিচালনার অপরাধে ৫৩ জুয়াড়িকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।
শনিবার (১১ জুন) রাতে নগরের হালিশহরে নবাব টাওয়ার নামে একটি ভবনের তিন তলা থেকে তাদের আটক করে র‌্যাব-৭ এর একটি দল।
এসময় আটককৃতদের হেফাজতে থাকা ১৫৫ সেট তাস, জুয়া খেলার চিপ ৪৩০টি এবং নগদ ৩ লাখ ৬৯ হাজার ৯৯০ টাকা উদ্ধার করা হয়।
র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ বিটিসি নিউজকে বলেন, কো-অপারেটিভ সোসাইটির আড়ালে দীর্ঘদিন ধরে ক্যাসিনো ও জুয়ার ব্যবসা পরিচালনা করে আসছিল একটি গ্রুপ। এক্ষেত্রে তারা প্লাস্টিকের টোকেনের ন্যায় এক ধরনের কয়েন ব্যবহার করতো। এই টোকেনের দাম ৫ হাজার থেকে সর্বোচ্চ মূল্য ৫ লাখ টাকা পর্যন্ত। এলাকার যুবসমাজ এই অবৈধ অর্থের প্রলোভনে পড়ে ক্যাসিনো ও জুয়ায় জড়িয়ে পড়ছিলো। শনিবার রাতে অভিযানে নেমে ৫৩ জনকে জুয়াড়িকে খেলারত অবস্থায় আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে থানায় পাঠিয়ে দেওয়া হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম প্রতিনিধি মো. মোতাহার আলী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.