হারানো মোবাইল উদ্ধার করে দিলো আরএমপি সাইবার ক্রাইম ইউনিট

আরএমপি প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে হারানো মোবাইল উদ্ধার করে মালিকের নিকট হস্তান্তর করছে আরএমপি সাইবার ক্রাইম ইউনিট।
ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার কেশবপুর গ্রামের মোঃ শামসুল ইসলামের ছেলে সাইফুল ইসলামের ব্যবহৃত Redmi 6 মোবাইল ফোন গত ৪ অক্টোবর ২০২১ সন্ধ্যা ৭.০০ টায় কেশবপুর এলাকা হতে হারিয়ে যায়। উক্ত সংক্রান্তে রাজপাড়া থানায় একটি হারানো জিডি এন্ট্রি হয়।
জিডি এন্ট্রির পরবর্তীতে সাইবার ক্রাইম ইউনিটের সহকারি পুলিশ কমিশনার জনাব উৎপল কুমার চৌধুরীর নির্দেশনায় ও সার্বিক তত্বাবধানে এএসআই মোঃ সুরুজ হোসেন ও তার টিম তথ্য প্রযুক্তি বিশ্লেষণ করে গতকাল শনিবার (০৬ নভেম্বর) ২০২১ রাজশাহী জেলার চারঘাট থানার মোক্তারপুর এলাকা হতে হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিকের নিকট হস্তান্তর করে।
হারানো মোবাইল ফোন ফিরিয়ে পেয়ে মোঃ সাইফুল ইসলাম (৩৩), আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয় সহ সাইবার ক্রাইম ইউনিটের সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংবাদ প্রেরক রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সদর) মোঃ গোলাম রুহুল কুদ্দুস এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.