হামাস আইএসের চেয়েও ‘ভয়ংকর’: বাইডেনকে নেতানিয়াহু

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসকে জঙ্গিগোষ্ঠী আইএসের চেয়ে নিকৃষ্ট বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
গতকাল মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপে তিনি এই মন্তব্য করেন।
শনিবার সকালে ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র গোষ্ঠী হামাস। হামাসের হামলার জবাবে পাল্টা রকেট ও বোমা হামলা করে ইসরায়েলের বাহিনী। গাজা উপত্যকার নাগরিকরা আতঙ্কে ঘর ছাড়তে শুরু করেন। এরই মধ্যে গাজা উপত্যকায় বিদ্যুৎসহ খাদ্য, পানি ও জ্বালানি সরবরাহও বন্ধ করে দিয়েছে ইসরায়েল। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় প্রাণ হারিয়েছে সহস্রাধিক মানুষ।
শুরু থেকে এই যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সেজন্য মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন নেতানিয়াহু। তিনি বলেন, হামাসের হামলা হলোকাস্টের পর ইহুদিদের ওপর সবচেয়ে বড় হামলা।
ইসরায়েলকে সামরিক সহায়তা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, ইউএসএস জেরার্ল্ড আর ফর্ড এয়ারক্র্যাফট ক্যারিয়ার একটি মিসাইল ক্রুজার ও চারটি মিসাইল ডেস্ট্রয়ার ইসরায়েলে পাঠানো হচ্ছে। পরবর্তী সময়ে ফাইটার জেটও পাঠানো হবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.