এবার লেবাননে ইসরায়েলের হামলা

 


বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: এবার লেবাননের ভূমিতে হামলা চালালো ইসরায়েল। লেবাননের সীমান্তের কাছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সামরিক চৌকিতে ট্যাঙ্ক-বিরোধী ক্ষেপণাস্ত্র ছোড়ার পর লেবাননের ভূখণ্ডে হামলা চালিয়েছে দেশটি। বুধবার আইডিএফ এ কথা জানিয়েছে।
এতদিন শুধু গাজা উপত্যকায় অবস্থিত হামাসের সামরিক ঘাঁটি বা অস্তানা লক্ষ্য করে হামলা চালাত ইসরায়েল। লেবাননের হিজবুল্লাহ হামাসের সঙ্গে দেশটিতে হমালা চালানোর পর এবার তারা পাল্টা হামলা চালিয়ে এ অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়েছে।
লেবাননের সশস্ত্র গ্রুপ হিজবুল্লাহ বলেছে, তারা সোমবার তাদের তিন সদস্যকে হত্যার প্রতিক্রিয়া জানাতে গাইডেড মিসাইল দিয়ে একটি ইসরায়েলি স্থাপনায় হামলা চালিয়েছে।
হিজবুল্লাহর মালিকানাধীন লেবাননের সংবাদ মাধ্যম আল মানারের মতে, মঙ্গলবার দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের দিকেও রকেট ছোড়া হয়েছিল। তবে রকেট ছোড়ার কথা স্বীকার করেনি হিজবুল্লাহ।
লেবাননের সঙ্গে ইসরায়েলের উত্তর সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার প্রমাণ পাওয়া গেছে কারণ আইডিএফ বলেছে, তারা কামান ছুড়ে হামলার জবাব দিয়েছে।
এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সংঘাতের পঞ্চম দিনে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৫ জনে। আহত হয়েছে আরও ৫ হাজার ১০০ জনের বেশি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গাজায় আহতদের প্রায় ৬০ শতাংশই নারী ও শিশু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.