হামলা অব্যাহত, গাজায় নিহত সাড়ে ৩২ হাজার ছাড়াল

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ২৪ ঘণ্টায় নিহত হয়েছে অন্তত ৭৬ জন। এ নিয়ে ৫ মাসে হামলায় নিহতের সংখ্যা বেড়ে সাড়ে ৩২ গাজার ছাড়িয়েছে।
বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। একই সময়ে অন্তত ৭৪ হাজার ৮৮৯ জন ফিলিস্তিনি ইসরায়েলি হামলায় আহত হয়েছেন বলেও মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় ৭৬ জন নিহত এবং আরও ১০২ জন আহত হয়েছেন।
গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফায় টানা ১০ দিন ধরে ইসরায়েলি হামলা ও অভিযান চলছে। এছাড়া উত্তর ও মধ্য গাজার জাবালিয়া শরণার্থী ক্যাম্পসহ বিভিন্ন স্থানেও নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলীবাহিনী। গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছে অন্তত ৭৬ জন।
এ নিয়ে গত ৫ মাস ধরে চলা ইসরায়লের হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে সাড়ে ৩২ গাজার ছাড়িয়েছে। 
এদিকে, লেবানন সীমান্তে হিজবুল্লাহ ও ইসরায়েলীবাহিনীর মধ্যে পাল্টাপাল্টি রকেট হামলা চলছে। নিহত হয়েছে অন্তত ৮ জন।
অন্যদিকে, গাজা ইস্যুতে মার্কিন নীতির প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেছেন স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তা অ্যানিলি শেলাইন।
জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.