হাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের বিজয় দিবস কুইজ প্রতিযোগিতার ফলাফল প্রকাশ

হাবিপ্রবি (দিনাজপুর) প্রতিনিধি: বিজয় দিবস-২০২০ উপলক্ষে গত ১৬ই ডিসেম্বর অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) জ্ঞানচর্চা ভিত্তিক সামাজিক সংগঠন হাবিপ্রবি ক্যারিয়ার ক্লাব।
বিজয় দিসব ১৬ তারিখ হওয়ায় প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী ১৬ জন সদস্যেকে দেয়া হবে আকর্ষণীয় পুরুষ্কার। অনলাইনের মাধ্যমে কুইজ প্রতিযোগিতাটি হওয়ায় এতে অংশ নেন দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বিষয়টি নিশ্চিত করেন সংগঠনটির সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির সৈকত। বিজয়ীরা হলেন:
১ম- সোহেল রানা- হিসাববিজ্ঞান বিভাগ- ৮ম ব্যাচ -হাবিপ্রবি।
২য়- মোহাম্মদ হাসিবুল বাশার- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ – ১৩ তম ব্যাচ -ঢাবি।
৩য়- আশরাফুন নাহার – সিএসই বিভাগ- ১৬ ব্যাচ -হাবিপ্রবি।
৪র্থ- সুমন দেবনাথ।
৫ম- মোস্তাফিজুর রহমান।
৬ষ্ঠ- নাইম উদ্দিন সিহাব।
৭ম- আহসানুল হক আল তৌফিক।
৮ম- তৃপ্তি রানী সরকার।
৯ম- মোহম্মদ জামান ইসলাম।
১০ম- ইমরানা রোজী। 
১১তম- সিদ্দিকুল ইসলাম।
১২তম- ওয়াহিদ মোস্তফা।
১৩তম- রাফাত হোসাইন।
১৪তম- আফসানা আক্তার।
১৫৩ম- রত্না রায়।
১৬৩ম- মোহাম্মদ জুলফিকার আলী।
এ ব্যাপারে হাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি মোঃ জুয়েল রানা ক্লাবের পক্ষ থেকে বিজয়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, “আমরা সাধারণত প্রতি বুধবার করে চাকুরী সম্পর্কিত বিষয়ে সাপ্তাহিক পরীক্ষা নিয়ে থাকি। আগামী দিনে হাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের সাথেই থাকুন। আশা করি ক্লাবের সাথে থাকতে থাকতে আপনাদের চাকুরী সম্পর্কিত লেখাপড়া অনেকাংশে শেষ হয়ে যাবে।”
সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির সৈকত বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, ” ক্লাবের কার্যক্রমের পরিসর বাড়াতে বহুমুখী পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, যাতে করোনা-কালীন ও করোনা-পরবর্তী সময়ে ব্যাপক সংখ্যক শিক্ষার্থী উপকৃত হতে পারে।” 
তিনি এ সময় সকলের ধারাবাহিক অংশগ্রহন ও সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য যে, ২০১৭ সালে যাত্রা শুরু করা হাবিপ্রবি ক্যারিয়ার ক্লাব এরই মধ্যে বিসিএস ও অন্যান্য চাকরীর পরীক্ষার প্রস্তুতির ব্যাপারে বেশ কিছু কর্মশালা ও সেমিনারের আয়োজন করে হাবিপ্রবি শিক্ষার্থীদের প্রসংশা কুড়িয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর হাবিপ্রবি (দিনাজপুর) প্রতিনিধি মোঃ মিরাজুল আল মিশকাত। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.