হাবিপ্রবিতে শেষ হলো ‘জাতীয় বারোয়ারি বির্তক প্রতিযোগিতা’

হাবিপ্রবি (দিনাজপুর) প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান বিজয় দিবস উপলক্ষে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ডিবেটিং সোসাইটির উদ্যোগে আয়োজিত ‘জাতীয় বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা’র সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) করোনা পরিস্থিতির কারণে রাত ৮টায় অনলাইনে অনুষ্ঠিত হয় জাতীয় বারোয়ারি বির্তক প্রতিযোগিতাটির সমাপনী অনুষ্ঠান। এ সময় বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
হাবিপ্রবি ডিবেটিং সোসাইটির সভাপতি জাহিদুল ইসলাম শিহাবের সঞ্চালনায় এবং ডিবেটিং সোসাইটির প্রধান উপদেষ্টা প্রফেসর ড. শ্রীপতি শিকদারের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেম।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শাহাদৎ হোসেন খান, দিনাজপুর জেলা প্রশাসক জনাব মো. মাহমুদুল আলম সহ দিনাজপুর জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন বিপিএম পিপিএম এর পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার।
হাবিপ্রবি ডিবেটিং সোসাইটির উদ্যোগে ‘বিজয় দিবস’ উপলক্ষে ১৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া ‘জাতীয় বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতায়’ ২৪ টি বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন প্রান্তের ৩৫ টি কলেজ এবং ৬০টি স্কুলের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন প্রতিযোগিতাটিতে ।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোছা: সাওদা জামান, দ্বিতীয় স্থান অর্জন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির বিতার্কিক মো. সাইফুল ইসলাম এবং তৃতীয় স্থান অর্জন করেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ডিবেট ক্লাবের বিতার্কিক মাহবুবা সিদ্দিকা মৌমি।
প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন ঠাকুরগাঁও পীরগঞ্জ সরকারি কলেজের লাবণ্য মল্লিক। দ্বিতীয় স্থান অর্জন করেন যশোর ক্যান্টনমেন্ট এর দাউদ পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী অশেষ লস্কর এবং তৃতীয় স্থান অর্জন করেন নীলফামারী ডিবেট ফেডারেশনের বিতার্কিক নোশিন তাবাসসুম অথৈ।
এছাড়াও জাতীয় বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতায় স্কুল পর্যায় থেকে প্রথম স্থান অর্জন করেন কুষ্টিয়া জেলা স্কুলের শিক্ষার্থী সাররী সাকতী,দ্বিতীয় স্থান অর্জন করেন রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মাইশা তাসনিয়া এবং তৃতীয় স্থান অর্জন করেন একই স্কুল থেকে প্রার্থনা ফারদিন আঁচল।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেম ডিবেটিং সোসাইটির এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘আমি বিতর্ক প্রতিযোগিতা উপভোগ করি। ডিবেটিং সোসাইটির জাতীয় পর্যায়ের এমন বিতর্ক প্রতিযোগিতার আয়োজন অবশ্যই প্রশংসার দাবি রাখে।
যারা আজকের এই আয়োজনকে স্বার্থক করেছেন আমি তাদের সাধুবাদ জানাই। পাশাপাশি যারা স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন সেগমেন্টে বিজয়ী হয়েছেন তাদের জন্য রইল অনেক শুভকামনা। সামনে দেশকে আপনারা আরো ভালো কিছু উপহার দিবেন এমনটাই প্রত্যাশা করি’।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে নতুন প্রজন্মের জনস্রোতে সব আঁধার কেটে যাবে এমন প্রত্যাশা ব্যক্ত করে আয়োজক কমিটির আহবায়ক জাহিদুল ইসলাম শিহাব বলেন, ‘যুক্তি নির্ভর তরুণ বিনির্মাণে ডিবেটিং সোসাইটি অব এইচএসটিইউ এর এমন কার্যক্রম অব্যাহত থাকবে’।
এসময় দিনাজপুর জেলা প্রশাসক তাঁর বক্তব্যে ডিবেটিং সোসাইটির যেকোনো প্রয়োজনে পাশে থাকবে এই অঙ্গিকার করে বলেন, ” করোনায় আমরা বিজয় দিবস বৃহৎ পরিসরে পালন না করতে পারলেও আমাদের ছেলেমেয়েরা অনলাইন প্লাটফর্মকে কাজে লাগিয়ে অনেক সুন্দরভাবে বিজয় দিবস পালন করেছে দেখে ভালো লাগছে “।
এসময় অন্যান্য বক্তরাও শুভেচ্ছা বক্তব্য রাখেন।
উল্লেখ্য যে, বিশ্ববিদ্যালয় পর্যায়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বের বারোয়ারি প্রতিযোগিতায় বিচারক হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক সহ-সভাপতি উত্তম রায়, সাবেক বিতার্কিক ও সংবাদ উপস্থাপক জাফর সাদিক এবং হাবিপ্রবি ডিবেটিং সোসাইটির সাবেক বিতার্কিক ও হাবিপ্রবির ফসল শরীরতত্ত্ব ও পরিবেশ বিভাগের প্রভাষক সুব্রত কুমার প্রামাণিক।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর হাবিপ্রবি (দিনাজপুর) প্রতিনিধি মোঃ মিরাজুল আল মিশকাত। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.