হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: জার্মানিতে আজ রবিবার (২৬ সেপ্টেম্বর) ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। গতকাল শনিবার (২৫ সেপ্টেম্বর) পর্যন্ত ভোটের যে চিত্র দেখা গেছে তাতে পর্যবেক্ষকরা বলছেন, নির্বাচনে আসল লড়াইটা হবে বিদায়ী চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের মধ্যপন্থি দল (সিডিইউ) ও সোশ্যাল ডেমোক্র্যাটিকের মধ্যে। এ দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে। খবর বিবিসি।
জার্মানির রাজনীতিতে চ্যান্সেলর হিসেবে অ্যাঙ্গেলা মেরকেল প্রভাব বিস্তার করে আসছেন। এবার তিনি তার দলের প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছেন আরমিন ল্যাশিটকে। সম্প্রতি এক সমাবেশে মেরকেল বলেন, ঐক্যবদ্ধ জার্মানির জন্য ল্যাশেটের প্রয়োজন রয়েছে। স্থিতিশীল দেশ গঠন করতে নিজ দলের এ প্রার্থী সম্পর্কে জনসাধারণ মেরকেল গ্যারান্টি দিয়েছেন। এমনিতে মেরকেল এবার নির্বাচনী প্রচারের বাইরে ছিলেন বলেও খবরে বলা হয়।
বিবিসির খবরে গতকাল শনিবার (২৫ সেপ্টেম্বর) যে জরিপের চিত্র তুলে ধরা হয়েছে তাতে দেখা গেছে সোশ্যাল ডেমোক্র্যাট (এসপিডি) কিছুটা এগিয়ে রয়েছে। তাদের পক্ষে রয়েছে ২৬% সমর্থন। অন্যদিকে মেরকেলের দল সিডিইউ-সিএসইউ জোটের পক্ষে রয়েছে ২৫% সমর্থন। তৃতীয় অবস্থানে থাকা গ্রিন পার্টির রয়েছে ১৬ শতাংশ সমর্থন। খবরে বলা হয়েছে, গ্রিন পার্টি তৃতীয় অবস্থানে থাকলেও জোট সরকার গঠনের ক্ষেত্রে তারা অত্যন্ত বড় ঘুঁটি হয়ে দাঁড়াবে।
এবারের নির্বাচনে জলবায়ু ইস্যু ভোটারদের মনে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত শুক্রবার (২৪ সেপ্টেম্বর) প্রায় ১০ হাজার তরুণ জলবায়ুকর্মী বিক্ষোভ করেছে। তাদের দাবী বৈশ্বিক উষ্ণতা কমাতে নেতারা যেন বড় ধরনের পদক্ষেপ গ্রহণ করে। সুইডিশ জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গ বার্লিনে দাঁড়িয়ে জনতার উদ্দেশে বলেছেন, কোনো রাজনীতিক দলই জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে যথেষ্ঠ ভূমিকা রাখছে না।
জার্মানি হলো ইউরোপের বড় অর্থনীতির দেশ। এ কারণে ইউরোপিয়ান ইউনিয়নের অন্য দেশগুলোও জার্মানির নির্বাচনের দিকে কড়া নজর রাখছে। জার্মানির পার্লামেন্টের নিম্নকক্ষে ৫৯৮টি আসন রয়েছে। দেশটিতে ১৮ বছরের বেশি নাগরিক রয়েছে ৬০.৪ মিলিয়ন। সাধারণত নির্বাচনের রাতেই স্পষ্ট হয়ে যায় কোন দল জয়ী হয়েছে বা সংসদে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা কোন দিকে যাচ্ছে। তবে জার্মানির নতুন নেতা কে হচ্ছেন তা তাৎক্ষণিকভাবেই জানা যাবে না। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.