হাইকোর্ট মাজারের সিন্দুক ভেঙে দানের টাকা চুরি

ঢাকা প্রতিনিধি: হাইকোর্ট চত্বরে মাজার মসজিদে চুরির ঘটনা ঘটেছে। মসজিদের ভেতরে রাখা ১১টি সিন্দুকের তালা ভেঙে দানের সব টাকা নিয়ে গেছে চোরেরা। গত শনিবার দিবাগত রাতে মসজিদের পেছনের দিকের দরজা-জানালার গ্রিল কেটে এই চুরি করা হয়।

সিসিটিভির ক্যামেরার ফুটেজে দেখা যায়, মুখোশধারী কিছুলোক মসজিদের ভেতরে থাকা সিন্দুক ভেঙে টাকা নিয়ে যাচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আনুমানিক ১২ লাখ টাকা নিয়ে গেছে চোরেরা।

শাহবাগ থানা সূত্র জানায়, টাকা চুরির ঘটনার পর গতকাল রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ সময় সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়।

প্রসঙ্গত, ওই সিন্দুকগুলো ১৫-২০ দিন পরপর খোলা হয়। এর মধ্যে একটি সিন্দুক আছে যাতে টাকা ছাড়াও স্বর্ণালঙ্কার রাখা হয়।#

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.