হযরত সৈয়দ মছিহ উল্লাই মির্জাপুরী (রহ.) এর ওরশ শরীফের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম ব্যুরো: মুফতিয়ে আজম হযরত মাওলানা শাহসুফি সৈয়দ মছিহ উল্লাই মির্জাপুরী(রহ.)এর মহান ৪ঠা চৈত্র ১০৮তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা মির্জাপুর দরবার শরীফ গাউসিয়া মছিহ্ মনজিলে অনষ্ঠিত হয়।
১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন মির্জাপুর দরবার শরীফের সাজ্জাদানশীন ছৈয়দ শাহাদাৎ হুসাইন মির্জাপুরী (ম.)। অলোচকবৃন্দগণ এই দরবারের ইতিহাস ঐতিহ্য ও মাইজভাণ্ডার দরবারের সাথে উক্ত দরবারের সস্পর্কের উপর গুরত্বপূর্ণ আলোচনা করেন।
এতে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা সৈয়দ আবদুর রব্বান, আশেকানে গাউছিয়া হক ভাণ্ডারী গোপালঘাটা শাখার সভাপতি আবুল কালাম ভাণ্ডারী,দিদারুল আলম, হাজ্বী মোহাম্মদ ইউছুপ, নজরুল ইসলাম, আবুল বশর, মোহাম্মদ এয়াকুব, মোহাম্মদ মহিউদ্দিন, আব্দুল হামিদ, কাজী ইউছুপ, মো. শহীদ, মো. মুনসুর, মো. নুরুল ইসলাম নুর, সুমন দাশ, মো. রায়হান উদ্দিন মুন্না, মো. সাইফুল ইসলাম সাদ্দাম প্রমুখ।
সভায় ওরশ উপলক্ষে বিভন্ন কর্মসূচী পালনের সিন্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য, আগামী ১৮ মার্চ সোমবার হযরত মাওলানা শাহসুফি সৈয়দ মছিহ উল্লাই মির্জাপুরী(রহ.) এর মহান ৪ঠা চৈত্র ১০৮তম বার্ষিক ওরশ মোবারক মহাসমারোহে গাউসিয়া মছিহ্ মনজিলে অনুষ্ঠিত হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স. ম. জিয়াউর রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.