হযরত মুহাম্মদ (সা:) সম্পর্কে ৭ তথ্য

বিটিসি নিউজ ডেস্ক: মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর পূর্ণাঙ্গ জীবনালেখ্য অধ্যয়ন করে কূলকিনারা পাওয়া সম্ভব নয়। তিনি আল্লাহর মনোনীত শেষ নবী রাসুল। তার বর্ণোজ্জ্বল ধ্রুপদী জীবনঅধ্যায় সম্পর্কে ধারণা থাকা একজন মুসলমানের জন্য খুবই জরুরি। সিরাতের গ্রন্থগুলোতে তার জীবন সম্পর্কিত প্রচুর তথ্যউপাত্ত রয়েছে।

রাসুল (সা.) সম্পর্কে সাতটি সংক্ষিপ্ত তথ্য জানা যাক।
. রাসুল (সা.)-এর প্রিয় রং ছিলো সবুজ।
. তিনি মধু পছন্দ করতেন।
. মধুমিশ্রিত ঠাণ্ডা পানীয় তার প্রিয় ছিলো।

 

 

. তার কণ্ঠস্বর এতোই জোরালো ছিলো যে, বিদায় হজের ভাষণে তিনি লক্ষাধিক সাহাবির সামনে কোনো প্রকার সহযোগিতা ছাড়া জীবনের শেষ ভাষণ দেন।

. কারো কথার মাঝখানে তিনি কখনোই কথা বলতেন না। বরং বক্তার কথা তিনি মনোযোগ দিয়ে শুনতেন।
. ঘুমানোর সময় তিনি ডান কাত হয়ে ডান হাত গালের নিচে দিয়ে শুতেন।
. রাতে ঘুমানোর আগে দাঁত মাজা বা মেসওয়াক করা ছিলো তার একটি গুরুত্বপূর্ণ অভ্যাস।

তথ্যসূত্র: শায়খুল হাদিস মাওলানা জাকারিয়া কান্ধলভি রচিতআলশামায়েল আল মুহাম্মদিয়্যা’ (২য় সংস্করণ)#

 

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.