হবিগঞ্জ পৌর নির্বাচন, ৬ মেয়র প্রার্থীসহ ৫৯ জনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে ৬ মেয়র প্রার্থীসহ ৫৯ প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে। গতকাল সকালে জেলা নির্বাচন অফিসে সকল প্রার্থী তাদের কর্মী সমর্থকদের সাথে নিয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাদেকুল ইসলামের কাছ থেকে প্রতিক গ্রহণ করেন।

মেয়র পদে দলিয় প্রতিক নৌকা পেয়েছেন আওয়ামী লীগ মনোনিত আতাউর রহমান সেলিম, বিএনপির দলিয় প্রতিক ধানের শীষ পেয়েছে এনামুল হক সেলিম, বর্তমান মেয়র মিজানুর রহমান মিজান পেয়েছেন নারিকেল গাছ, স্বতন্ত্র প্রার্থী বশিরুল আলম কাউছার পেয়েছেন মোবাইল ফোন, ইসলামি আন্দোলনের প্রার্থী মো. সামছুল হুদা পেয়েছেন দলিয় প্রতিক হাত পাখা এবং স্বতন্ত্র প্রার্থী গাজী মোহাম্মদ পারভেজ হাসান পেয়েছেন জগ প্রতিক।

এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৩৯ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৪ প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে।

এদিকে, প্রতিক বরাদ্দ পাওয়ার পরপরই সকল প্রার্থী তাদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন।

পঞ্চম ধাপে আগামী ২৮ ফেব্রুয়ারী হবিগঞ্জ পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ইভিএমের মাধ্যমে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর হবিগঞ্জ প্রতিনিধি মোঃ জুনাইদ চৌধুরী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.