হবিগঞ্জে পানিতে ডুবে এক শিশু মৃত্যু

 

 

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে পানিতে ডুবে ইতি দেবনাথ ১৮ মাস বয়সী নামে এক শিশু মৃত্যু হয়েছে। গতকাল ১৭ জুন সোমবার সকাল ১০টায় উপজেলার পাইকপাড়া ইউনিয়নের ফুলপুর গ্রামে এঘটনাটি ঘটে। ওই ইউনিয়নের করমপুর গ্রামের নেপাল দেবনাথের শিশু কন্যা ইতি দেবনাথ।

জানা যায়, নেপাল দেবনাথ এর মামার বাড়ি ফুলপুর গ্রামে বেড়াতে যান। সেখানে বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে সকলের অগোচরে ইতি পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুরে বেসে উঠে ইতির মরদেহ।

স্থানীয়রা ইতি কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কত্যর্বরত চিকিৎসক ইতি কে মৃত্যু ঘোষণা করেছেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর হবিগঞ্জ প্রতিনিধি মোঃ জুনাইদ চৌধুরী।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.