হবিগঞ্জে নারায়ণগঞ্জ থেকে প্রবেশের সময় ৬৫ জন পুলিশের হাতে আটক

হবিগঞ্জ প্রতিনিধি: করোনা ভাইরাসের ‘ক্লাস্টার’ এলাকা নারায়নগঞ্জ থেকে লকডাউন অমান্য করে ট্রাকযোগে হবিগঞ্জে প্রবেশের সময় ৬৫ জনকে আটক করেছে পুলিশ। এদেরকে আড়াইশ’ শয্যার আধুনিক জেলা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাতে গোপনে বানিয়াচং উপজেলায় যাওয়ার পথে সাদকপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এদের মধ্যে ৩৪ জন পুরুষ এবং বাকীরা নারী-শিশু। আটকের হবিগঞ্জ সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) ধ্রুব এশসহ পুলিশ সদস্যরা তাদেরকে এনে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে হস্তান্তর করেন।

জানা গেছে, ট্রাকটি দ্রুত গতিতে হবিগঞ্জ শহরে পৌঁছলে পুলিশের সন্দেহ হয়। পরবর্তীতে পেছনে ছুটে বানিয়াচং উপজেলার সাদকপুর এলাকায় গিয়ে এটিকে আটক করতে সক্ষম হন তারা। এদের ৬ জনের বাড়ি বানিয়াচং উপজেলায় এবং বাকীদের অধিকাংশই আজমিরীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

এসআই ধ্রুব এশ বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, আপাতত আটকদেরকে হবিগঞ্জ আড়াইশ’ শয্যার আধুনিক জেলা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে হস্তান্তর করা হয়েছে। তাদের নমুনা সংগ্রহের পর পরীক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।

গত কয়েকদিনে আড়াই শতাধিক লোকজন নারায়নগঞ্জ থেকে হবিগঞ্জের বিভিন্ন উপজেলায় প্রবেশ করেছেন। এদের মধ্যে আজমিরীগঞ্জ উপজেলার ৩৫টি পরিবারকে খাবার  দিয়ে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেয়া হয়। বাকীদেরকে এখনও সনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় জেলা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর হবিগঞ্জ প্রতিনিধি মোঃ জুনাইদ চৌধুরী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.