হবিগঞ্জে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি, চা শ্রমিক নিহত

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলায় কালবৈশাখী ঝড়ে রশীদপুর চা বাগানের মাধব চাষা নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এছাড়াও ঝড়ে জেলার বিভন্ন উপজেলায় বোরো ফসল ও কাঁচা ঘরবাড়ী ক্ষতিগ্রস্থ হয়েছে।

আজ শুক্রবার দুপুরে হবিগঞ্জ সদর, বানিয়াচং, আজমিরীগঞ্জ ও বাহুবল উপজেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। এসময় প্রচন্ড ঝড়ে রশীদপুর চা বাগানে গাছ চাপায় মাধব চাষা আহত হলে তাকে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে কাল বৈশাখীর আঘাতে বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলার পাকা বোরো ফসল ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

এছাড়া বানিয়াচং উপজেলার সুজাতপুরসহ কয়েকটি গ্রামের কাঁচা ঘরবাড়ী ক্ষতিগ্রস্থ হয়েছে।

বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, নিহত মধাব চাষা রশীদপুর চা বাগানের শ্রমিক। লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর হবিগঞ্জ প্রতিনিধি মোঃ জুনাইদ চৌধুরী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.