হদিস মিলল ওমিক্রণের নতুন উপ-প্রজাতির

কলকাতা (ভারত) প্রতিনিধি: ওমিক্রণের দাপট কিছুটা কমতেই হদিস পাওয়া গেল ওমিক্রণের বিবর্তিত নতুন উপ-প্রজাতি বিএ-২। ওমিক্রণের থেকেও অনেক বেশি সংক্রামক এই ভাইরাসটি চরিত্র বদলে হাজির হয়ে গেছে।
ওমিক্রণ সেভাবে আক্রমণ না করলেও কমবেশি মৃত্যু ও এখনও হাসপাতালে আক্রান্ত হয়ে অনেকেই ভর্তি আছে।তারপর ওমিক্রণের আক্রান্তদের ভবিষ্যতে আর কি উপসর্গ দেখা দিতে পারে তা এখনও গবেষণাতিত।
বিশ্ব-স্বাস্থ্য সংস্থার টেকনিক্যাল টিমের প্রধান মারিয়া ভ্যান কারকোভ এক বুলেটিনে জানান ‘ভাইরাসটি বিবর্তিত হয়ে নতুন উপ-প্রজাতিতে পরিণত হয়েছে।
বর্তমানে আমরা বিএ-১,বিএ-২ ও বিএ-৩ সহ কয়েকটি বিবর্তিত ভাইরাসের হদিস পেয়েছি। গবেষণায় দেখা যাচ্ছে নতুন এই ভাইরাসটি অত্যন্ত স্পর্শকাতর ও অতি দ্রুত সংক্রমিত করতে পারে।
ইতিমধ্যেই অনেকেই আক্রান্ত হয়েছেন বলে হু কর্তা মারিয়া বলেছেন। কতটা ক্ষতি বা মারক হতে পারে সেদিকে আমরা লক্ষ্য রাখছি’।
পাশাপাশি জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জানিয়েছেন,’শরীরে তৈরি প্রতিরোধ ক্ষমতাকে ফাঁকি দিয়ে সংক্রমিত হচ্ছে এই ভাইরাস। তাঁদের এই গবেষণার রিপোর্টটি ‘বায়ো আর্কাইভ ‘নামে জার্নালে ইতিমধ্যেই প্রকাশ হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধিস্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.