হত্যা মামলায় বড় ভাইয়ের মৃত্যুদণ্ড, ছোট ভাইয়ের আমৃত্যু যাবজ্জীবন

নড়াইল প্রতিনিধি: উত্যক্তের প্রতিবাদ করায় নড়াইল সদর উপজেলার শিমুলিয়া গ্রামে রেজাউল মোল্যা (১৫) নামে এক কিশোরকে হত্যার ঘটনায় বড়ভাই বাছের মোল্যাকে (৬০) মৃত্যুদণ্ড এবং ছোট ভাই কামাল মোল্যাকে (৪৭) আমৃত্যু যাবজ্জীবন রায় দিয়েছে আদালত। এছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ রবিবার (২৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন। আসামীদের বাড়ি যশোরের অভয়নগর থানার কামকুল গ্রামে।
আদালত সূত্রে জানা যায়, মামলার বাদী নড়াইলের শিমুলিয়া গ্রামের রাবুল মোল্যার বিধবা বোন রোকেয়া বেগমকে প্রায়ই উত্যক্ত করতেন আসামী বাছের মোল্যা। এ ঘটনার প্রতিবাদ করায় ২০১৯ সালের ২৬ জুন রাত সাড়ে ৮টার দিকে রাবুল মোল্যার কিশোর ছেলে রেজাউলকে মাথায় লাঠি দিয়ে আঘাত করে আসামী বাছের ও তার ছোটভাই কামাল মোল্যা।
পরদিন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রেজাউল মারা যান।
সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন। রায় শুনে কান্নায় ভেঙ্গে পড়েন আসামীপক্ষের পরিবারের সদস্যরা।
এদিকে, রায়ে সন্তুষ্টি প্রকাশ করে নিহত রেজাউলের বড় চাচা দিলু মোল্যা বলেন, আমরা এ রায় দ্রুত কার্যকর চাই।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নড়াইল প্রতিনিধি মো. আকরাম হোসাইন আকমল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.