সড়ক দূঘর্টনা রোধ করতে সচেতনতার বিকল্প নেই : শাহজাহান খান

রংপুর প্রতিনিধি: বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি ও সাবেক নৌ -পরিবহন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি বলেছেন, সড়ক দূঘর্টনা রোধ করতে হলে সবাইকে সচেতন হতে হবে। সচেতনতার বিকল্প নেই।
গতকাল শনিবার সন্ধ্যায় রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রংপুর বিভাগীয় কমিটির দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানের পূর্বে সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, লাইসেন্স গ্রহনের জন্য প্রায় ২০লাখ ড্রাইভার প্রস্তুত রয়েছে। কিন্তু সরবরাহে বিলম্ব হচ্ছে। ফলে ড্রাইভাররা সময়মত লাইসেন্স পাচ্ছে না।
পরে সেখানে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য নিবার্চিত হওয়ায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রংপুর বিভাগীয় কমিটির পক্ষ থেকে প্রদানকৃত বিভাগীয় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রংপুর বিভাগীয় কমিটির সভাপতি আখতার হোসেন বাদলের সভাপতিত্বে এবং রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মজিদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, রংপুর জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) একেএম আজিজুল ইসলাম রাজু, রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান সিদ্দিকী রনি, রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হাদিবুজ্জামান শাহীন প্রমুখ।
এ সময় সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানের হাতে ফুলের নৌকা দিয়ে জাতীয় শ্রমিক লীগে যোগদান করছেন রংপুর সিটি বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আলী হোসেন ছোট বাবুসহ শতাধিক ব্যবসায়ী।
এসময় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রংপুর বিভাগীয় ও জাতীয় শ্রমিকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.