স্বাস্থ্য বিধি মেনে চলতে কঠোর অবস্থানে জামালপুরের প্রশাসন (ভিডিও)

জামালপুর প্রতিনিধি: সারা দেশে কোভিড ১৯ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ও সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ১ জুলাই থেকে সরকারের কর্তৃক ঘোষিত শাটডাউন/ লকডাউন বাস্তববায়নে প্রশাসন কঠোর ভাবে অবস্থান নিয়েছেন।
সেই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (০১ জুলাই) সকাল থেকে জামালপুর শহরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টহল চলছে। শহরের বেলটিয়া বাজার গেইটপার এবং মার্কেট, ফৌজদারি মোড়, বকুলতলা পাঁচরাস্তসহ শহরের বিভিন্ন এলাকায় পুলিশের টহল ছিল চলমান।
প্রশাসনের সর্বোচ্চ পরিমাণে কঠোর এই অবস্হানকে সচেতন মহল স্বাগত জানিয়ে সাধুবাদ ব্যক্ত করেছেন অনেকেই। জামালপুরের সচেতন সাধারণ নাগরিক ও নেটিজেনরা এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও  পুলিশ ও জেলা প্রশাসনের বেশ প্রশংসা করেছেন।
জামালপুরের জেলা প্রশাসন, স্বাস্হ্য প্রশাসন ও পুলিশ প্রশাসন  চলমান এই লকডাউন চলাকালীন সময় সকলকে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য জামালপুর জেলাবাসীকে আহ্বান জানিয়েছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি আবু সায়েম মোহাম্মদ সা‘-আদাত উল করীম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.