স্বর্ণপদক জিতলেন জাহানারা-সালমারা

বিটিসি স্পোর্টস ডেস্ক: বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের নারী ক্রিকেট ইভেন্টে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ ব্লু দল। তিন দলের প্রতিযোগিতায় শুরু থেকেই দাপট দেখানো সালমা খাতুনের ব্লু দল ফাইনালেও ছিল অপ্রতিরোধ্য।
গতকাল শুক্রবার (১২ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ গ্রিন দলকে ৮ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করেছে ব্লু দল। প্রতিযোগিতায় টানা তিন ম্যাচ জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হলো সালমা বাহিনী। দুই ম্যাচ হেরে ফাইনালের আগেই বাদ পড়েছিল বাংলাদেশ রেড দল।
গতকাল শুক্রবার (১২ মার্চ) ম্যাচ শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, সহসভাপতি শেখ বশির আহমেদ ও বিসিবির উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। এছাড়া রানার্সআপ বাংলাদেশ গ্রিন দলকে রৌপ্যপদক ও তৃতীয় স্থান অধিকারী বাংলাদেশ রেড দলকে ব্রোঞ্জপদক তুলে দেয়া হয়।
সিলেটে গতকাল শুক্রবার (১২ মার্চ) আগে ব্যাট করে ৩৫.৬ ওভারে ৭২ রানে অলআউট হয়েছে বাংলাদেশ গ্রিন দল। ব্লু দলের দুই পেসার জাহানারা আলম ও মুমতা হেনার বোলিংয়ের তোপে বড় স্কোর গড়তে পারেনি শারমিন সুলতানার দল। অভিজ্ঞ জাহানারা আলম ১৫ রানে ৩টি উইকেট। উদীয়মান বাঁহাতি পেসার মুমতা হেনাও ১৫ রানে পান ৩টি উইকেট। অধিনায়ক সালমা খাতুন ২টি ও রাবেয়া খান ১টি উইকেট পান। গ্রিন দলের পক্ষে সানজিদা ইসলাম ১২, রুমানা আহমেদ ১৪, রিতু মনি ১৮ রান করেন। আর কেউ দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।
অনায়াসেই টার্গেট পাড়ি দিয়ে স্বর্ণ জয়ের আনন্দে মেতেছে ব্লু দল। ১৮ দশমিক ২ ওভারে দুই উইকেটে ৭৪ রান তুলে ম্যাচ জিতে নেয় তারা। মুর্শিদা খাতুন ৯, শামীমা সুলতানা ৩১, ফারজানা হক পিংকি অপরাজিত ২৮, ইসমা তানজিম অপরাজিত ১ রান করেন। গ্রিন দলের রুমানা, খাদিজাতুল কুবরা ১টি করে উইকেট নেন। শামীমা সুলতানা ম্যাচ সেরা হন। ব্লু দলের ফারিহা তৃষ্ণা টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার পান।
উল্লেখ্য, বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের মূল আসর শুরু হবে ১ এপ্রিল। একই সময়ে দক্ষিণ আফ্রিকার ইমার্জিং দলের বিরুদ্ধে হোম সিরিজ খেলবে বাংলাদেশের নারী ক্রিকেটাররা। তাই গেমসের নারী ক্রিকেট ইভেন্টটা আগেই আয়োজন করা হয়েছে। জাহানারা-সালমাদের স্বর্ণ জয়ে শেষ হলো ইভেন্টটি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.