স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে বামপন্থী ছাত্রসংগঠনগুলো

ঢাকা প্রতিনিধি: ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দি অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর বিচার ও গত শুক্রবার (২৬ ফেব্রুয়ারী) মশাল মিছিল থেকে গ্রেফতাকৃত সাত বন্দির মুক্তির দাবীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাত্রা করেছে বামপন্থী ছাত্র সংগঠন গুলো। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাত্রা।
আজ সোমবার (০১ মার্চ) বেলা ১২ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে আয়োজিত এক সমাবেশ শেষে এ যাত্রা শুরু করেন তারা।
সচিবালয় মোড়ে পুলিশের বাধার সম্মুখীন হয় ছাত্রসংগঠনগুলো।
মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্ত্বর ও হাইকোর্ট মোড় প্রদক্ষিণ করে সচিবালয় অভিমুখের রাস্তায় পুলিশি বাধা অতিক্রম করে। পরে মিছিলটি সচিবালয় মোড়ে আবারও বাধার সম্মুখীন হয় এবং সেখানে অবস্থান করে তাদের কর্মসূচি পালন করছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মোমাসুদ রানা খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.