স্পেন সফর শেষে দেশে ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা (ভারত) প্রতিনিধি: স্পেন দুবাই সফর সেরে আজ দেশে ফিরলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই সফর সঙ্গী ছিলেন বিশিষ্ট শিল্পপতি থেকে শুরু করে, মোহনবাগান ইস্টবেঙ্গলের কর্মকর্তারা, ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও দপ্তরের উচ্চপর্যায়ের আধিকারিকেরা।
মুখ্যমন্ত্রী সফর শেষে বিমান বন্দরে একটি সংক্ষিপ্ত সাংবাদিক সম্মেলনে জানান, আগামীদিনে পশ্চিমবঙ্গের জন্য শিল্প স্থাপনের একগুচ্ছ পরিকল্পনার সিদ্ধান্ত হয়েছে। হয়েছে বেশকিছু মউ স্বাক্ষর। যাতে করে আগামী দিনে পশ্চিমবঙ্গ শিল্প স্থাপনে বিশেষ নজির স্থাপন করতে চলেছে।
পাশাপাশি পশ্চিমবঙ্গের শালবনিতে ইস্পাত কারখানার স্থাপন করতে চলেছেন সৌরভ গাঙ্গুলি। এতে প্রায় ১৫হাজার মানুষের কর্মসংস্থান হতে পারে বলে জানিয়েছেন। আগামী ৬মাসের মধ্যেই কাজ শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.