স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন হাইকোর্টের ১৮ বিচারপতি

বিটিসি নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া ১৮ বিচারপতি শপথ নিয়েছেন। আজ শনিবার (৩০ মে) বিকেল ৩টার দিকে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের শপথ পাঠ করান।

সুপ্রিম কোর্টের মুখপাত্র ও স্পেশাল কর্মকর্তা ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

এসময় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা।

শপথ নেয়া ১৮ বিচারপতি হলেন:

# বিচারপতি মো. আবু আহমেদ জমাদার,

# বিচারপতি এ এস এম আব্দুল মোবিন,

# বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান,

# বিচারপতি ফাতেমা নজীব,

# বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা,

# বিচারপতি এসএম কুদ্দুস জামান,

# বিচারপতি মো. আতোয়ার রহমান,

# বিচারপতি খিজির হায়াত,

# বিচারপতি শশাঙ্ক শেখর সরকার,

# বিচারপতি মোহাম্মদ আলী,

# বিচারপতি মহিউদ্দিন শামীম,

# বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খান,

# বিচারপতি মো. খায়রুল আলম,

# বিচারপতি এসএম মনিরুজ্জামান,

# বিচারপতি আহমেদ সোহেল,

# বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর,

# বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান,

# বিচারপতি কে এম হাফিজুল ইসলাম।

উল্লেখ্য, গতকাল শুক্রবার (২৯ মে) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ১৮ জন অতিরিক্ত বিচারককে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। সেদিনই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.