স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান

ঢাকা প্রতিনিধি: বিএনপি একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ওই কমিটির প্রধানের দায়িত্ব পালন করবেন।

আজ বুধবার বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিটিসি নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

শায়রুল কবির জানান, দলের হাইকমান্ডের সিদ্ধান্ত অনুযায়ী ওই কমিটি গঠন করা হয়েছে। শিগগিরই কমিটির অন্য সদস্যদের নাম ঘোষণা করা হবে। বিএনপির নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করবে কমিটি।

শায়রুল কবির জানান, কমিটির প্রধানের দায়িত্ব পালন করছেন বলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হননি নজরুল ইসলাম খান।

ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন ইস্যুতে আন্দোলনের অংশ হিসেবে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে বলে জানান দলটির শীর্ষ নেতারা। গণফোরাম, জেএসডিসহ বিভ্ন্নি দলকে নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করে নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি। এদিকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটও ঐক্যফ্রন্টকে সমর্থন দিয়ে নির্বাচনে অংশ নিচ্ছে।

তবে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে জানানো হয়, প্রার্থীরা বিএনপির দলীয় প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে নির্বাচন করবেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.