স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম শনিবার রাজশাহী আসছেন

 

পিআইডি প্রতিবেদক: স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী মোঃ তাজুল ইসলাম, এমপি দুইদিনের সরকারি সফরে আগামী পরশু রাজশাহী আসবেন। তিনি শনিবার বিমানযোগে সকাল ১০:৫০টায় রাজশাহী এসে পৌঁছাবেন।
এদিন মন্ত্রী রাজশাহী সার্কিট হাউসে দুপুর ১২:০০ টায় স্থানীয় সরকার বিভাগের আওতায় রাজশাহী বিভাগে চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে সংশ্লিষ্ট দপ্তর/সংস্থার কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন।
পরে তিনি জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের কবর জিয়ারত করবেন। ১২:৪৫ টায় আলিফ-লাম-মিম ভাটা হতে মোহনপুর পর্যন্ত রাস্তার উদ্বোধন করবেন।
তিনি দুপুর একটায় রাজশাহী সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করবেন। বিকালে মন্ত্রী পদ্মা নদীতে স্পিড বোটযোগে প্রস্তাবিত বঙ্গবন্ধু রিভারভিউ সিটি এলাকা পরির্দশন করবেন।
সন্ধ্যায় তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের উন্নয়ন কার্যক্রম অবহিতকরণ ও নাগরিক সংবর্ধনায় অংশগ্রহণ করবেন।
পরদিন রবিবার মন্ত্রী সকালে বিমানযোগে ঢাকার উদ্দেশে রাজশাহী ত্যাগ করবেন।
NEWS FROM Regional Information Office (PID). Press Information Department. Ministry of Information. #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.