আমেরিকানদের টিকা নিতে সাবেক চার প্রেসিডেন্টের আহ্বান

(আমেরিকানদের টিকা নিতে সাবেক চার প্রেসিডেন্টের আহ্বান–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: লোকজনকে করোনার টিকা নিতে উৎসাহিত করতে বিজ্ঞাপন প্রচারে অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার, বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা ও তাদের স্ত্রীরা। টিকা নিয়ে মানুষের মধ্যে যে সন্দেহ কাজ করছে, তা দূর করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
মার্কিন গণমাধ্যম সিএনএন এমন খবর দিয়েছে।
যুক্তরাষ্ট্রের সাবেক চার প্রেসিডেন্ট দুটি বিজ্ঞাপনে অংশ নিয়েছেন। সঙ্গে তাদের ফার্স্ট লেডিরাও আছেন। তারা আমেরিকানদের টিকা নিতে উৎসাহিত করেন এবং টিকার উপকারিতা বর্ণনা করেন।
তবে এতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়াকে দেখা যায়নি। অর্থাৎ আমেরিকার জীবিত প্রেসিডেন্টদের মধ্যে একমাত্র তিনিই এতে অংশ নেননি।
যদিও হোয়াইট হাউসে জানুয়ারিতে তারা গোপনে করোনার টিকা নিয়েছেন। এমনকি তারা ওয়াশিংটন ছাড়ার কয়েক সপ্তাহের মধ্যে এই খবর গণমাধ্যমে আসেনি।
করোনা মহামারীর বিরুদ্ধে লড়াইয়ের এক গুরুত্বপূর্ণ সময়ে এই বিজ্ঞাপন প্রচার করা হয়েছে বলে খবরে দাবি করা হয়। বিজ্ঞাপনে সাবেক চার প্রেসিডেন্টের টিকা নেওয়ার দৃশ্যও ছিল। (সূত্র: সিএনএন) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.