স্তন ক্যান্সার নিয়ে ভুল ধারণা

বিটিসি হেল্থ ডেস্কবিভিন্ন অসুখের মধ্যে যেটি এখন মারাত্নক ভাবে দেখা দিচ্ছে তা হলো নারীদের স্তন ক্যান্সার। শুধুমাত্র বয়স্ক নারীদেরই নয়, কম বয়সি নারীদের মধ্যেও এখন দেখা যাচ্ছে ব্রেস্ট ক্যান্সার। তবে এই অসুখটি নিয়ে অনেক ভুল ধারণাও রয়েছে। যা নারীদের মাঝে আরো ভীতি ছড়ায়। জেনে নিন এই ভুল ধারণাগুলো কী কী।

# স্তনে শক্ত কিছু মানেই ক্যান্সার

স্তনে বেশির ভাগ লাম্প মানেই বিনাইন টিউমার যা ক্ষতিকর না। তবে এগুলো অবশ্যই নিয়মিত চেকআপের মধ্যে রাখতে হবে। কারণ বিনাইন টিউমারও ম্যালিগন্যান্ট ক্যান্সারে রূপ নিতে পারে। আবার অনেক নারীদের সন্তান হওয়ার পর বুকের দুধ জমে গিয়ে স্তন শক্ত হয়ে যেতে পারে। একে বলা হয় মাস্টাইটিস, এটা টিউমার না তাই ভয়ের কিছুই নেই।

# বুকে শক্ত পিণ্ড মানে স্তন ক্যান্সার

শক্ত পিণ্ড মানেই যেমন ব্রেস্ট ক্যান্সার নয় তেমনি ক্যান্সার সাধারণত পিণ্ডের আকারে থাকতেও নাও পারে। এটি যেকোন আকার, আকৃতি, নরম, শক্ত এবং যেকোন জায়গায় হতে পারে।

# স্তন ক্যান্সার নিয়ে বিভ্রান্তি সন্তানকে বুকের দুধ খাওয়ানো

সন্তানকে বুকের দুধ খাওয়ালে স্তন ঝুলে পড়ে এটি সম্পূর্ণ ভুল ধারণা। ১৫-২০ বছর আগে অনেকে এই ধারণায় বিশ্বাস করতো। এছাড়া ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কমায় ব্রেস্ট ফিডিং। নিয়মিত যে মায়েরা ব্রেস্ট ফিডিং করান তাদের স্তন ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে।

# স্তন ছোট হলে ক্যান্সার ঝুঁকি কম

অনেকে মনে করেন স্তন ছোট হলে ক্যান্সার ঝুঁকিও কম। কিন্তু জেনে রাখা ভাল যে স্তন ক্যান্সারের সাথে এটি কোনো ভাবেই সম্পর্কিত নয়। ছোট স্তনে অনেক সময় ক্যান্সার ধরা সহজ হয়। তবে স্তন বড় মানেই ক্যান্সারের ঝুঁকি বেশি তা সম্পূর্ণ ভুল ধারণা।

# ব্রা পরলে স্তন ক্যান্সার হয়

একটা গবেষণা এরকম দাবি করেছিল এবং অনেক বিশেষজ্ঞ এটা বিশ্বাসও করেন। কিন্তু এখনো এর পক্ষে যথেষ্ট প্রমাণ পাওয়া যায় নি। তবে দিনের অনেক সময় ধরে প্রচণ্ড টাইট ব্রা না পড়াই ভাল। কারণ টাইট ব্রা অতিরিক্ত সময় ব্যবহার করলে তা মেরুদণ্ড এবং রক্ত-লসিকা সার্কুলেশন সিস্টেমের উপর চাপ তৈরি করে। যা দীর্ঘ দিন করলে সমস্যা হতে পারে। সঠিক সাইজের ব্রা পড়া তাই গুরুত্বপূর্ণ। তবে অনেকেই ঘুমের সময় ব্রা ব্যবহার করা থেকে বিরত থাকতে বলেন।

# ডিওডোরেন্ট ব্যবহারে ক্যান্সার হয়

অনেকেই মনে করে ডিওডোরেন্ট ব্যবহারে স্তন ক্যান্সার হয়। যদিও এমন কিছুর কোনো জোরালো প্রমাণ বা গবেষণা এখনো পাওয়া যায়নি। তাই এটি সঠিক না ভুল তা এখনো পুরোপুরি প্রমানিত নয়।

# পরিবারে কারো না থাকলে আমার হবে না

পরিবারে কারো স্তন ক্যান্সার হলে অন্যদের এটা হবার সম্ভাবনা থাকে। তবে দেখা গেছে, প্রায় ৭০% ক্যান্সার রোগীদের পরিবারে কারো স্তন ক্যান্সার ছিল না। তাই এ ধরনের বিভ্রান্তি দূর করুন যে পরিবারের কারো না থাকলে আপনারও কোনো দিন হবে না এবং সচেতন না হলেও চলবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.