স্টিল মিলে লোহা গলাতে গিয়ে দগ্ধ ৭ শ্রমিক

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: রাজধানীর কদমতলীতে কামাল স্টিল মিলে আজ রবিবার (৯ ফেব্রুয়ারী) ভোর ৪টার দিকে লোহা গলানোর সময় আগুনের ফুলকিতে সাতজন শ্রমিক দগ্ধ হন। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেয়া হয়।

কারখানার সুপারভাইজার সনজিৎ মণ্ডল বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, কারখানায় রাতে সাতজন শ্রমিক লোহা গলানোর কাজ করছিলেন। হঠাৎ আগুনের ফুলকি তাদের শরীরে লাগে। পরে তাদের বার্ন ইউনিটে নেয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের সহকারী ইনচার্জ এএসআই আব্দুল খান জানান, দগ্ধ সাতজনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আনা হয়। তাদের মধ্যে বাবরের শরীরের ৬ শতাংশ দুলালের ১০ শতাংশ, ও সুজনের ১৯ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের ভর্তি রাখা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.