স্টারলিং-হোয়াইটলির তাণ্ডব, হান্ড্রেড ক্রিকেটে চ্যাম্পিয়ন সাউদার্ন ব্রেভ

বিটিসি স্পোর্টস ডেস্ক: পল স্টারলিং ও রস হোয়াইটলির ব্যাটিং তাণ্ডবে হান্ড্রেড ক্রিকেটে চ্যাম্পিয়ন সাউদার্ন ব্রেভ। প্রথমবারের মতো ইংল্যান্ডে আয়োজিত ক্রিকেটের নতুন ফরম্যাট ১০০ বলের টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এ বার্মিংহাম ফিনিক্সকে ৩২ রানে হারিয়ে ছেলেদের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সাউদার্ন ব্রেভ। 
আর নারীদের প্রতিযোগিতায় শিরোপা জিতেছে ওভাল ইনভিন্সিবলস।
শনিবার রাতে লর্ডসে অনুষ্ঠিত ফাইনালে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে পল স্টারলিং ও রস হোয়াইটলির ব্যাটিং তণ্ডবে ১০০ বলে ৫ উইকেট হারিয়ে ১৬৮ রান করে সাউদার্ন ব্রেভ। দলের হয়ে ৩৬ বলে ৬টি ছক্কা আর দুটি চারের সাহায্যে ৬১ রান করেন স্টারলিং। ইনিংসের শেষদিকে রস হোয়াইটলি মাত্র ১৯ বল মোকাবেলা করে ৪টি চার ও সমান ছক্কায় অপরাজিত ৪৪ রান করেন।
জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৩৬/৫ রানে গুটিয়ে যায় বার্মিংহাম ফিনিক্স। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন লিয়াম লিভিংস্টোন। ৩৬ রান করেন অধিনায়ক মঈন আলি।
নারীদের ফাইনালে প্রথমে ব্যাট করে ১০০ বল খেলে ৬ উইকেটে ১২১ রান করে ওভাল। টার্গেট তাড়া করতে নেমে ২ বল বাকি থাকতেই ৭৩ রানে গুটিয়ে যায় ব্রেভ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.