আফগান ক্রিকেট বোর্ডে বড় পরিবর্তন

বিটিসি স্পোর্টস ডেস্ক: দুই বছর পর আবারো আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) চেয়ারম্যান হলেন আজিজ উল্লাহ ফজলি। তিনি ফারহান ইউসুফজাইয়ের স্থলাভিষিক্ত হলেন।
আজ রবিবার (২২ আগস্ট) তালেবানদের সঙ্গে ক্রিকেট বোর্ডের সভা শেষ হওয়ার পরই আসে এ ঘোষণা।
২০১৮ সালের সেপ্টেম্বরে আতিফ মশালের পদত্যাগের পর এসিবির চেয়ারম্যানের দায়িত্ব পান ফজলি। ২০১৯ বিশ্বকাপে আফগানদের বাজে পারফরম্যান্সের পরই জুলাইয়ে তাকে সরিয়ে দেওয়া হয় এই পদ থেকে।
গত দুই দশক ধরেই আফগানিস্তান ক্রিকেটের সঙ্গে জড়িত ফজলি। দেশটিতে ক্রিকেট প্রতিষ্ঠা করা দলের সদস্য ছিলেন তিনি।
দায়িত্বের শুরুতেই চ্যালেঞ্জের মুখে পড়েছেন ফজলি। অসংখ্য বাধার সামনে থাকা আফগানিস্তান-পাকিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজকে আলোর মুখ দেখানো এখন তার প্রথম কাজ।
তালেবানদের কাবুল নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই বন্ধ বিমান চলাচল। এসিবি পরিকল্পনা করছে, স্থলপথে পাকিস্তান যাবে তারা। এরপর সেখান থেকে উড়াল দেবে শ্রীলঙ্কার উদ্দেশে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.