সৌদিতে ফ্যাশন শো

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আগামী ডিসেম্বরে একটি ফ্যাশন শোর আয়োজন করা হবে সৌদি আরবে। গতকাল শুক্রবার (০৮ অক্টোবর) দেশটির ফ্যাশন কমিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বুরাক ক্যাকম্যাক এ আয়োজনের ঘোষণা দেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।
প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের রাজধানী রিয়াদের কালচার ভবনে আগামী ১০ ও ১১ ডিসেম্বর দুই দিনব্যাপী চলবে এ অনুষ্ঠান।
ফ্যাশন শোর সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন স্থানীয়, আঞ্চলিক ও বিশ্বের বিভিন্ন দেশের ডিজাইনারসহ ফ্যাশন অনুরাগীরা। এতে অংশগ্রহণকারীরা ফ্যাশন নিয়ে নিজেদের ধ্যান ধারণা, জ্ঞান এবং দক্ষতা বিনিময় করতে পারবেন বলে দাবি আয়োজকদের। সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং উদ্ভাবনের লক্ষ্যে নতুন উদ্যোক্তাদের বেছে নেওয়া হবে এই শোর মাধ্যমে।
ফ্যাশন এক্সপার্ট, পেশাদার মডেল এবং আগ্রহীদের জন্যও উন্মুক্ত থাকছে এই বর্ণাঢ্য আয়োজন। বিশ্বের যেকোনো প্রান্ত থেকে এতে ভার্চুয়ালি অংশ নিতে পারবেন যে কেউ।
সৌদি আরবে প্রথম ফ্যাশন শোয়ের আয়োজন করা হয়েছিল ২০১৯ সালে। এবছর ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে এ শো-এর আয়োজন করা হচ্ছে। দেশটির এমন আয়োজন এরই মধ্যে সাড়া ফেলেছে স্থানীয়দের মাঝে বলে জানিয়েছে আরব নিউজ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.