সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৭

 

বিটিসি নিউজ ডেস্ক: সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি হোটেলের বাইরে তিনটি আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৭ জন মারা গেছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।

স্থানীয় সময় গতকাল শুক্রবার সাহাফি হোটেলে এই হামলার ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে সৌদি গণমাধ্যম আল আরাবিয়া। একজন সোমালি পুলিশ কর্মকর্তা বলেন, হোটেলটির বাইরে তিনটি গাড়িবোমা বিস্ফোরিত হয়।

আলি নূর নামের একজন পুলিশ কর্মকর্তা রয়টার্সকে বলেন, ১৭ জন বেসামরিক নাগরিক মারা গেছেন বলে আমরা জানতে পেরেছি। বোমাগুলো বিস্ফোরণের সময় তারা একটি পাবলিক পরিবহনে ছিলেন। এই ঘটনায় মৃতের সংখ্যা অবশ্যই আরও বাড়বে।

বোমা বিস্ফোরণের পাশাপাশি গুলি ছোড়ার ঘটনা ঘটে বলেও উল্লেখ করেন এই পুলিশ কর্মকর্তা।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিও’র বরাত দিয়ে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানায়, বিস্ফোরণের পর ঘটনাস্থলে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এখনও কেউ বা কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

ক্যাপ্টেন মোহাম্মেদ হুসেইন বলেন, সোমালি পুলিশ ফোর্সের ক্রিমিনাল ইনভেস্টিগেশনস ডিপার্টমেন্ট সংলগ্ন সড়কেই অবস্থিত এই সাহাফি হোটেল।

উল্লেখ্য, অনেকদিন ধরেই দেশটির বর্তমান সরকারের পতন ঘটাতে রাজধানীতে একের পর এক হামলা চালিয়ে আসছে সশস্ত্র আল-শাবাব গোষ্ঠী।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.