সোনা মসজিদ আইসিপি হতে জিরো লাইন পর্যন্ত ‘সীমান্ত পরিবহন’ চালু


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:  দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনা মসজিদ আইসিপি থেকে জিরো লাইন পর্যন্ত সীমান্ত পরিবহন চালু করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৯ বিজিবি ব্যাটালিয়ন।

আজ শুক্রবার ৫৯ বিজিবি’র এক প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলাধীন সোনামসজিদ আইসিপি দিয়ে প্রতিদিন আনুমানিক ৯০-১০০ জন যাত্রী লাগেজসহ যাতায়াত করে।

যাদের মধ্যে অধিকাংশ যাত্রী সাধারণ বিভিন্ন রোগে অসুস্থতায় চিকিৎসা জনিত কারনে বাংলাদেশ-ভারত যাতায়াত করছে।

যাত্রীদের বহুদিনের প্রত্যাশিত সমস্যা সমাধানের লক্ষে ২৫ জুলাই বিকেলে সোনামসজিদ আইসিপি হতে জিরো লাইন পর্যন্ত যাত্রী সাধারণ ও তাদের লাগেজ পরিবহণের সুবিধার্থে রহনপুর ব্যাটালিয়নের উদ্যোগে “সীমান্ত পারাপার” নামক যানবাহন চালু করা হয়েছে।

উক্ত “সীমান্ত পারাপার” যানবাহনটির শুভ উদ্বোধন করেন বিজিবি রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল মুশফিকুর রহমান মাসুম। এ সময় লেঃ কর্নেল মাহমুদুল হাসান, অধিনায়ক, রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এবং পানামা, সিএনএফ, কাস্টমস এবং ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই যানবাহন চালু করায় যাত্রী সাধারণ বিজিবিকে ধন্যবাদ জানিয়েছেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.